নেটপাড়ায় ভয়ংকর ট্রোলের শিকার হলেন পরিচালক হনসল মেহতা। অপরাধ, চুমু খেয়েছেন। নিজের বউকে লিপ কিস করার কারণে নেট-নাগরিকরা তুলোধনা করল প্রবীণ পরিচালককে। এক্স হ্যান্ডেলে ‘Dum 𒉰Masala’ নামক একটি পেজ থেকে শেয়ার করা হল চুমু খাওয়ার ছবিটি। আর তাতে ক্যাপশনে লেখা হয়, ‘লিপ লক করা এই জঘন্য লোকটি কে @mehtahansal?’
নিজের চাঁচাছোলা জবাবের কারণেই বিখ্যাত হনসল। এবারেও থাকলেন না চুপ। এই টুইট তাঁর নজর এড়ায়নি। জবাব দ♔িয়ে লেখেন, ‘আপনার ট্রোলিং কাজ করবে না... একজন পুরুষ তাঁর স্ত্রীকে চুমু খাচ্ছেন। প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করছেন। কোনও মহিলাকে ধাক্কা দিচ্ছেন না বা জনসমক্ষে নারীবিদ্বেষ কাজ✃ করছেন না।’
আরও পড়ুন: ‘জুনিয়র কিশোর কুমার’, সারেগামাপা-য় কোলাঘাটের অনীক, ♎সাবাশি দিয়ে কী বলল প্রসেনজꦦিৎ?
২০২২ 𒅌সালে ক্যালিফোর্নিয়ায় এক ঘনিষ্ঠ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন হনসল ও সফিনা। সফিনা প্রয়াত অভিনেতা ইউসুফ হুসেনের মেয়ে, যিনি ধুম ২, ওএমজি - ওহ মাই গড!, রইস, দিল চাহতা হ্যায় এবং কৃষ ৩-এর মতো টেলিভিশন এবং বলিউড চলচ্চিত্রে কাজ করার জন্য পরিচিত। হনসল এর আগে সুনীতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যার সঙ্গে তাঁর দুটি ছেলে রয়েছে - জয় এবং পল্লব। জয় সম্প্রতি থ্রিলার সিরিজ পরিচালনা করেছেন, লুটেরে, যার স্ট্রিমিং হয়েছে ডিজনি+হটস্টারে।
আরও পড়ুন: 🌠ধামাকাদার প্রি বুকিং Mr And Mrs Mahi-র! প্রথম দিনে কত আয় হতে পারে জাহ্নবী-রাজকুমারের ছব♔ির
আসলে হনসলকে এই ট্রোဣলের কারণ, তিনি বৃহস্পতিবারই দক্ষিণের অভিনেতা নন্দমুরিকে বলেন ‘জঘন্য লোক’। মঞ্চে সহ-অভিনেত্রীকে ধাক্কা দেওয়ায় নন্দমুরির উপর খচে যান।
কৃষ্ণ চৈতন্যের আসন্ন তেলুগু ছবি 'গ্যাংস অফ গোদাবরী'র প্রচারমূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন নꦯন্দমুরি। মঞ্চের কেন্দ্রে এসে তিনি প্রথমে ছবির অভিনেতা নেহা শেট্টি (ধূসর এথনিক লুকে) এবং অঞ্জলিকে (শাড়ি পরিহিত) সরে দাঁড়াতে বলেন। কয൩়েক মুহূর্ত পরে, সে অঞ্জলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। যার ফলে অঞ্জলি রীতিমতো উলটে পড়ে যাচ্ছিলেন। এরপর দেখা যায় মঞ্চে নেহা ও অন্যান্যদের সঙ্গে হেসে ওঠেন অঞ্জলিও। এই ভিডিয়ো চোখে পড়তেই হনসল মেহতা টুইট করেন, ‘এই জঘন্য মানুষটা কে?’
হনসল সিটিলাইটস, আলিগড়, ওমের্তা এবং ফারাজের মতো সমালোচকদের দ্বারা প্রশংসিত সিনেমা বানিয়েছেন। স্ক্যাম ১৯৯২, মডার্ন লাভ: মুম্বই এবং স্কুপ ওয়েব শো পরিচালনার জন্যও তিনি প্রশংসিত। সম্প্রতি তিনি কারিনা কাপুর অভিনীত দ্য বাকিংহাম মার্ডারস পরিচালনা করেছেন, যা ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক বর্তমানে প্রতꦆীক গান্ধ🔴ী অভিনীত তাঁর ঐতিহাসিক সিরিজ 'গান্ধী'র শুটিং করছেন।