এবার লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন দেব। অন্যদিকে তাঁর বিপরীতে আছেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁদের মধ্যে লড়াই জমে উঠেছে ঘাট🍌ালে। এই কেন্দ্রে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। আর তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ করে বসলেন হিরণ চট্টোপাধ্যায়। জানালেন দেবের নির্দেশে নাকি হত্যা করা হয়েছে সেই বিজেপি কর্মীকে।
দেবের নির্দেশে হত্যা করা হয়েছে বিজেপি কর্মীকে, দাবি হিরণের
এদিন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁর মায়ের সঙ্গে গিয়ে দেখা করেন। কথা বলেন। আর সেখানেই তিনি জানান দেবের নির্দেশে নাকি খুন করা হয়েছে সেই বিজেপি কর্মীকে। তিনি সিবিআই তদন্তের দাবি করেছেন এই খুনের জন্য। যদিও তৃণমূলের তরফে এই দাবিকে অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতা রীতিমত এই অভিযোগকে নসꦕ্যাৎ করে দিয়েছেন।
আরও পড়ুন: নারী সংরক্ষণ বিল থেকে গানের লিরিক্স: কোন কোন সময়ে মোদী স্তুতিতে মুখর ꧅হয়েছেন ♔কঙ্গনা?
কী ঘটেছিল?
খড়গপুর থানার পপরআড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন শান্তনু ঘোড়াই। তিনি বিজেপি করতেন। ২৩ মার্চ, শনিবার তাঁর বাড়ির কাছের একটি ধানজমি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত নরা হয়েছে তাঁর। বিজেপি কর্মীদের দাবি তাঁকে হত্যা করা হয়েছ🉐ে।
আরও পড়ুন: ডো♈নার কলেজে লুকিয়ে দেখা করতে যেতেন সৌরভ! ধরা পড়তেই দাদাগিরিতে বললেন, 'ওটা আমি না, ওর প্রাক্তন'
কী জানিয়েছে মৃতের মা?
এদিন হিরণ চট্টোপাধ্যায় মৃতের বাড়♈িতে গেলে তাঁর মা কান্নায় ভেঙে পড়েন। জানান তাঁর ছেলের মৃত্যুর পর পুলিশ এফআইআর পর্যন্ত নেয়নি। এমনকি তাঁরা বিজেপি করেন বলে তাঁরা লক্ষ্মী ভান্ডারের টাকা পর্যন্ত পান না। তিনিও এদিন সিবিআই তদন্তের দাবি করেন। তাঁর মতে রাজ্য সরকারের পুলিশ শান্তনুর মৃত💧্যুর সঠিক তদন্ত করবে না।