এবার আইনি ঝামেলায় জড়াল ফাইটার। হৃতিক রোশন এবং দ♏ীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটির নির্মাতাদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিতর্ক উসকেছে এই ছবির দুই মুখ্য অভিনেতা হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের চুম্বন দৃশ্য নিয়ে।
আরও পড়ুন: সারা দুনিয়া শুধু নয়, বিধু ♊বিনোদ চোপড়ার স্ত্রী ফিল্ম সমালোচক অনুপমাও বলেছিলে♏ন ‘টুয়েলভথ ফেল’ সিনেমা হলে ফেল করবে!
আইনি ঝামেলায় জড়াল হৃতিক-দীপিকার ফাইটার
ফাইটার ছবিতে স্কোয়াড্রন লিডার মিনি রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়ার চরিত্রে ধরা দিয়েছেন হৃতিক রোশন। এই ছবিতে তাঁদের ব্যক্তিগত জীবনের কথা থেকে পেশাগত জীবনের নানা দিককে তুলে ধরা হয়েছে। উঠে এসেছে উড়ি হামলা, বালাকোট সহ একাধিক ঘটনার কথা🌳ও। কিন্তু এই সবের মাঝে এই ছবিতে ভারতীয় বায়ুসেনার পোশাকে হৃতিক এবং দীপিকার একটি চুম্বনের সিন আছে। সেটা নিয়েই শুরু হয়েছে ঝামেলা। এতে নাকি ভারতীয় বায়ুসেনার গৌরব ক্ষুন্ন হয়েছে। তাই এই ছবির প্রযোজনা সংস্থা আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভ🌺েঙেছে সংসার, স্বামী ফের বিয়ে করতেই কার উদ্দেশ্যে সানিয়া লিখলেন '...নইলে মুকুট পড়ে যাবে'
আরও পড়ুন: 'আগে ছেলের কাজের꧟ ভুল ধরুক', অ্যানিম্যাল বিতর্কে জাভেদ আখতারকে পাল্টা জবাব পরিচালক সন্দীপ ဣরেড্ডি ভাঙার
এই ইউনিফর্মে এভাবে চুমু খাওয়ায় সেটা এই পেশাকে, ইউনিফর্মকে ছোট করা হয়েছে বলেই ইন্ডিয়ান এ✃য়ার ফোর্সের তরফে জানানো হয়েছে। বিশেষ করে যেহেতু ফাইটার ছবিতে হৃতিক দীপিকাকে বায়ুসেনা অফিসারের চরিত্রে দেখানো হয়েছে।
ফাইটার প্রসঙ্গে
প্রসঙ্গত যবে থেকে ফাইটার ছবিটির ঘোষণা করা হয়েছে তবে থেকেই দর্শকরা মুখিয়ে ছিলেন। এখানে প্রথমবার জুটি বেঁধেছেন হৃতিক এবং দীপিকা এবং তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছে সবার। এটি🔥 ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ছবিও বটে।
আরও পড়ুন: 'ভারতের প্রতিনিধিত্ব করে💖 আমি গর্বিত',গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শঙ্কর মহাদেবন, পুরস্কার উৎসর্গ করলেন কাকে
আরও পড়ুন: 'মুখে ৪ ইঞ্চির মেকআপ লাগিয়ে...' দাদাꦑগিরির প্রশ্নে সাবিত্রী চট্টোপাধ্যায়কে চিনতে না পারায় পূজাকে তুলোধনা নেটপাড়ার