হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। প্রেমের আদরে-চাদরে মাখামাখি করে ছবি দিতেও পিছপা হন না দুজনে। ওদিকে প্রাক্তন স্ত্রী সুজান খান, এমনকী তাঁর প্রেমিকের সঙ্গেও দুর্দান্ত বন্ডিং হৃতিকের। পরস্পরকে জন্মদিনে উইশ করা হোক কিংবা একসঙ্গে পার্টি করা, প্রাক্তন-বর্তমান যেন মিলেমিশে একাকার। কী হয়েছে নায়কের? কী করে আহত হলেন বলিউডের গ্রিক গড? নিজেই খোলসা করেছেন হৃতিক। আরও পড়ুন-জন্মদিনের রাতে হৃতিক আর দুই ছেলের সামনেইꦆ ‘কচি প্রেমিক’-এর ঠোঁটে চুমু সুজানের, আরসালান কত ছোট?
বড়দিনে উৎসবের আমেজে হৃতিক-সহ গোটা রোশন পরিবার। রোশন পরিবারের সকল অনুষ্ঠানেই অংশ নেন হৃতিকের গার্লফ্রেন্ড। তারকার দুই ছেলে হৃদান ও হৃদানের সঙ্গে দারুণ বন্ডিং তাঁর। ক্রিসমাসের আমেজে একফ্রেমেই পাওয়া গেল সকলকে। রোশন পরিবারের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায়⛄ পোস্ট করেছেন হৃতিকের তুতো বোন পশমিনা রোশন। সেখানেই প্রেমিকাকে বাহুডোরে আগলে দেখা মিলল হৃতিকের। লাল-কালো চেক কাটা নাইট𝐆স্যুটে হৃতিক, সঙ্গে লাল-সাদা রাতপোশাকে সাবা। মাথায় সান্টা-টুপি পরে হৃতিকের হবু স্ত্রী। বাবার মতোই চেককাটা ম্যাচিং নাইটস্যুটে হৃতিকের দুই পুত্র।
ছবিতেই স্পষ্ট পাজামা পার্টিতে মেতে উঠেছিল গোটা পরিব🌊ার। ক্যামেরার তাক করে হাসিমুখে পোজ দিয়েছে সকলে। ক্রিসমাসের আনন্দ চেটেপুটে নিয়েছে গোটা পরিবার।
হৃতিকের কাকা রাজেশ রোশনের কন্যা পশমিনা। বাবা নয়, বরং দাদা এবং জেঠুর পদচিহ্ন অনুসরণ করে অভিনয়ের জগতে পা রেখেছেন রাজেশ-কন্যা। বোনের সবচেয়ে বড় চিয়ার লিডার হৃত𝓀িক।
ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলಞেন হৃতিক-সুজান। এই দম্পতি ডিসেম্বর ২০১৩-তে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে এবং নভেম্বর ২০১৪-তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন সুজান। ওদিকে সাবা-হৃতিকের সম্পর্কের সূচনা ২০২১ সালে।
গত ১ অক্টোবর ছিল হৃতিক রোশন-সাবা আজাদ🔯ের সম্পর্কের তৃতীয়বার্ষিকী। ২০২১ সাল থেকে ডেটিং করছেন তাঁরা। হৃতিক এবং সাবা তাদের ছুটির একটি ছবি শেয়ার করে নেন। হৃতিক তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘শুভ বার🅷্ষিকী পার্টনার ১.১০.২০২৪ @sabazad’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ডিনার ডেটে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাবাকে। এরপর ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিন꧂ সেলিব🦋্রেশনে সম্পর্কে সিলমোহর দেন দুজনে। বারংবার তাঁরা বয়সের পার্থক্যের কারণে কটাক্ষের শিকার হয়েছেন। ১৭ বছরের সাবার সঙ্গে প্রেম করায় কম ট্রোলের মুখেও পড়েননি হৃতিক।
অভিনেতকে আগামিতে দেখা যাব🎉ে ওয়ার ২-তে। এছাড়াও রোশন পরিবা🎐রের ঐতিহ্য নিয়ে ডকু-সিরিজ ‘দ্য রোশনস’ও মুক্তি পেতে চলেছে আগামি জানুয়ারিতেই।