নেহা ধুপিয়া, বলিউডের এই নামের সঙ্গে নতুন করে আলাপ ক🌸রিয়ে দেওয়ার নিশ্চয় কিছুই নেই? মডেল, অভিনেত্রী, 𒆙নেহা ২০১৮ সালে হঠাৎ করেই অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। তড়িঘড়ি বিয়ের কারণ, নেহা ছিলেন অন্তঃসত্ত্বা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন নেহা।
টাইমস নাউ-কে দেওয়া সাক্ষাৎকারে নেহা বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর বাড়িতে জানাজানির পর নেহার বাবা-মা বিয়ে করার জন্য তাঁকে ম🌟াত্র ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন। নেহা বলেন, ‘আমি যখন আমার বাবা-মাকে আমার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালাম, মা শুনে বললেন ওকে, ভালো খবর। তারপর বললেন তোমাকে আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি বিয়ে করে নিতে হবে। তাই আমার কাছে ঠিক আড়াইদিন সময় ছিল। ওই সময়ের মধ্যে আমায় মুম্বই ফিরে বিয়ে করতে হত।’
আরও পড়ুন-: আজ মাকে ভীষণ মিস করছি, পুরনো কথা মনে পড়ছে, ২০২১ আমার জীবনের একটা🔥 অংশ ছি๊নিয়ে নিয়েছে: কৌশানি
আরও পড়ুন-মা হওয়ার দেড় বছরের মধ্যে মাকে হারালাম! জানি না, ওঁর মতো ভালো ম𒀰া হতে পারব কি না: সোনালি
আ💜রও পড়ুন-'তুমি মায়ের মতোই ভালো', এটা বলার মতো আমার জীবনে আর কেউ নেই: দিতিপ্রিয়া