রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় আইপিএলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই ফ্র্যাঞ্চা🦩ইজির ক্য়াবিনেটে রয়েছে পাঁচটি ট্রফি। সিএসকে প্রথমে ব্য়াট করে ৪ উইকেটে ২০৬ রান তুলেছে। জব꧋াবে ছয় উইকেটে ১৮৬ রান তুলতে পেরেছে মুম্বই। ২০ রানে পরাজয় ঘটে মুম্বইয়ের। ছয়ে ব্য়াট করতে নেমে ধোনি ৪ বলে করেন ২০ রান। ৫০০-র স্ট্রাইক রেটে ব্য়াট করে তিনি হাঁকান পর পর তিনটি ছক্কা।
নেহার পোস্ট
ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের সাক্ষী থেকেছেন ন🎀েহা ধুপিয়া, করিনা কাপুর খান, অঙ্গদ বেদী, জন আব্রাহামরা। ম্যাচ উপভোগ করার পর নিজেদের ‘হাইলাইট’ সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন নেহা। তবে নেহার শেয়ার করা ছবি এবং ভিডিয়োতে সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর সঙ্গ। জনের সঙ্গে ‘গরম মশলা’ (২০০৫) এবং করিনার সঙ্গে ‘চুপ চুপ কে’ (২০০৬) ছবিতে 🌌কাজ করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ‘কিং’-এর বাজেট ২০০ কোট﷽ি! সুহানার ডেবিউ সিনেমার জন্য বড় বাজি ধ♒রলেন শাহরুখ, কী বলছে রিপোর্ট
আরও পড়ুন: CSK vs MI: ধোনি ছক্কা মারতেই হাঁ নেহা! মিস ক🦹রবেন না করিনার মুখটা
নেহার ‘ক্রু’
বন্ধুদের স🐼ঙ্গে বসে ম্যাচ উপভোগ করেছেন নেহা। ছবিগꩲুলি শেয়ার করে লিখেছেন, ‘গত সন্ধ্যা থেকে আমার নিজস্ব হাইলাইট! খেলাধুলো ভালোবাসি। এনার্জিটা ভালো লাগে। আমাদের ক্রুকে ভালোবাসি’। এখানে ক্রু বলতে, করিনার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির কথা তুলে তাঁকে বোঝানো হয়েছে।
আরও পড়ুন: গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে থাকেন, কেমন দেখতে সলমনের রুম, দেখুন বাড়ির অন্দ🐎ꩵরের ছবি