বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena-Bhansali: সঞ্জয়লীলা একজন বিভ্রান্ত মানুষ, ওঁর কোনও নীতি নেই, করণের নখের যোগ্যও নন, কেন এমন বলেন করিনা?
করণ জোহর অনেক ভালো। সঞ্জয়লীলা বনশালির কোনও নীতি নেই, তিনি একজন বিভ্রান্ত মানুষ। খ্যাতনামা পরিচালক সঞ্জয়লীলা বনশালিকে নিয়ে কেরিয়ারের শুরুর দিকে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন করিনা কাপুর। সম্প্রতি তাঁর ৪৪ বছরের জন্মদিনে আরও একবার চর্চায় উঠে এসেছে পুরনো সেই কথা।