বিগত কয়েক বছরে বলিউড বেশ কয়েকটি অত্যন্ত হিংসাত্মক ছবি তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম সন্দীপ রেড্ডি ভাঙ্গার ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ (২০২৩)। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন রণবীর কাপুর। মুক্তির পর থেকেই এই ছবি নিয়ে কিছু কম চর্চা হয়নি। আবার রয়েছে নিখিল নাগেশ ভাটের ছবি ‘কিল’। যেখানে অভিনয় করেছেন নবাগত অভিনেতা লক্ষ্য। যা গত বছর অর্থাৎ ২০২৪ এ মুক্তি পেয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কিল’এর সহ-প্রযোজক গুনীত মোঙ্গা জানিয়েছেন, তাঁর সহ প্রযোজনায় তৈরি ছবিতে যে হিংসা দেখানো হয়েছে, তা কখনওই ‘অ্যানিম্যাল’-এর মতো নয়, আলাদা।
ঠিক কী বলেছেন প্রযোজক গুণীত মোঙ্গা?
এটা একটি নাটকীয় অভিজ্ঞতা। আমি চোয়াল পুরো শক্ত হয়ে গিয়েছিল। অ্যাকশন দৃশ্য থেকে সবকিছুই ভীষণ সুন্দরভাবে শ্যুট করা হয়েছে। ছবির মিউজিকও দুর্দান্ত। এটা একটা সম্পূর্ণ ভিন্ন স্টাইলের ছবি। আমি গল্প নির্বাচনের বিষয়ে হয়ত অনেকের সঙ্গে একমত হব না। তবে হ্যাঁ এতে নারীবিদ্বেষ ছিল... নারী শরীরকে ক্রমাগত যেভাবে বস্তুর আকারে তুলে (অবজেক্টিফাই করা) হয়েছে, সেটা দেখতে খুব কষ্ট হচ্ছিল। আপনি কীভাবে গল্পটি বলবেন সেটা অবশ্যই আপনার নিজস্ব পছন্দের বিষয়, আমি অন্তত বিশ্বাস করি। আন্যিম্যাল সত্যিই সেটা করতে পেরেছে। দর্শক এটা উপভোগ করেছেন, আমার স্বীকার করতে অসুবিধা নেই যে আমিও হলে গিয়েই অ্যানিম্যাল দেখেছি। এটা একটা নাটকীয় অভিজ্ঞতা ছিল। তবে এটাও ঠিক যে ছবিতে যে নারীবিদ্বেষ দেখানো হয়েছে, সেটা ঠিক পছন্দ হয়নি। তবে 'অ্যানিম্যাল'-এর অ্যাকশন সিকোয়েন্স আমার ভালো লেগেছে।'
প্রসঙ্গত, ভূষণ কুমারের টি-সিরিজ প্রযোজিত 'অ্যানিম্যাল' ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, রশ্মিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর এবং প্রেম চোপড়া। এটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৯০০ কোটি টাকারও বেশি এবং ভারতে ৬০০ কোটি টাকারও বেশি আয় করেছে।
আরও পড়ুন-ডিভোর্স হলেও বেন অ্যাফ্লেকের দেওয়া ৫মিলিয়ন ডলারের আংটি ফেরত দিচ্ছেন না জেনিফার লোপেজ
কিল নিয়ে কী বলেছেন গুণীত মোঙ্গা?
গুণীত মোঙ্গা স্বীকার করে নিয়েছেন যে তাঁর সহ প্রযোজনায় তৈরি Kill (কিল)কেও ভারতের সবথেকে হিংসাত্মক ছবি হিসাবে চিহ্নিত করা হয়েছে। গুণীত বলেন, 'এটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে যে আমরা হিংসাকে কীভাবে দেখি, এবং সিনেমা নারীদের কীভাবে দেখানো হয়। যে যাই বলুন,আমি এক্ষেত্রে পরিচালক নিখিল নাগেশ ভাটকেই সমর্থন করব। উনি শুরু থেকেই আমার পছন্দের ছিলেন। ওঁর সব ছবি, এমনকি অপূর্বা (২০২৩)ও যদি দেখেন, তাহলে বুঝবেন কীভাবে মহিলাদের নিয়ে শ্যুট করা হয়। কীভাবে নির্দিষ্ট সীমারেখা রেখে ওঁর ছবিতে নারী শরীর দেখানো হয়। আমরা আসলে শৈল্পিক নৈপুণ্যের দিকে মনোনিবেশ করছি। অবশ্যই এরমধ্যে অ্যাকশনও রয়েছে। খুনও রয়েছে। তবে আমাদের ছবির রিভিউ খুব ভালো ছিল।'কিল এমন একটা ছবি যাতে ভালোবাসা ও ঘৃণা সমান পরিমানে আছে। এটার উদ্দেশ্যই সেটা ছিল। তবে হ্যাঁ, আমরাও ছবিতে চরম হিংসাকে তুলে ধরেছি। তবে শেষ পর্যন্ত, সেই লাইনগুলি ঝাপসা হয়ে যায়।