তিনি কনীনিকা বন্দ্যোপাধ্যায়, টলিপাড়ায় এই নামটির সঙ্গে নিশ্চয় আর পরিচয় করিয়ে দিতে হবে না? বাংলা সিনেমা ও সিরিয়ালের দুনিয়ায় তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী, আবার ব্যক্তিগত জীবনেও সুরজিৎ হরির সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি 'স্ট্রেট আপ উইথ শ্রী'-তে এসে নিজের প্রেমজীবন ও ব্রেকআপ ও সুরজিৎ হরির সঙ্গে সম্পর্ক ও বিয়ে নিয়ে নানান কথা ভাগ করে নিয়েছেন কনীনিকা।
সুরজিৎ হরিকে বিয়ে করার আগে প্রেমে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন অভিনেত্রী। সেবিষয়েই সাক্ষাৎকারে মুখ খুলেছেন কনীনিকা। তিনি বলেন, ‘আমি তো ভাবতেও পারি না যে একজন মানুষ অপর একজন মানুষকে এতটা ঠকাতে পারে! কারণ উই ইনভেসটেড অ্য লট, নট অনলি দ্য় টাইম, মানি, এনার্জি, আর আমরা ভেবেছিলাম বিয়ে করব, আর বিয়ে আগে ও শুধু আমায় মেসেজ করে উধাও হয়ে গেল! ও বলল, এই সম্পর্কটা আর কাজ করছে না, আমরা বরং এগিয়ে যাই…।’
কিন্তু তারপর?
কনীনিকা বলেন, ‘এরপর আমি যখন বোম্বেতে ওর সঙ্গে দেখা করতে গেলাম, জানতে পারলাম ও দীর্ঘদিন ধরে অন্য কাউকে ডেট করছে। তবে আমি ইউনিভার্সকে ধন্য়বাদ দেব, এটা আমাকে দেখানোর জন্য। বিশ্বাস করো ৫ বছর…।’ বর্তমান স্বামী সুরজিৎ হরি প্রসঙ্গে কনীনিকা বলেন, ‘সুরজিৎ তো নিজে এসে আমায় প্রোপোজ করে, বিয়ে করে। আমি সত্যিই ওর কাছে কৃতজ্ঞ। সুরজিৎ একপ্রকার আমাকে হাইজ্য়াক করে বিয়ে করেছে। আমরা ৩ মাসও ডেট করিনি, ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়।’ এরই মাঝে মজা করে বলেন, ‘আমার মনে হয় ও অনেক মেয়েকেই প্রোপোজ করছিল। আর তার মধ্যে আমি ছিলাম। আর আমারও তখন বিয়ে করার ছিল, কারণ আমার মা-বাবা পাগল করে দিয়েছিল। আর তখন মা-বাবাকে আমি বললাম, আমি আর বিয়ে করব না।’
আরও পড়ুন-উনি ভেবেছিলেন, আমার হাতে ওয়াইনের গ্লাস তুলে দিলেই চুমু খেতে পারবেন, আমি চড় কষাই…: কনীনিকা
কনীনিকা বলেন, ‘তখন বিয়ে তো দূর, আমি কোনও ছেলেদের সঙ্গে কথাই বলতাম না। আমার তখন মনে হত ছেলে মানেই গণ্ডোগোল, আবার ঝামেলা, প্রেম তো নয়ই…। আমি এখন বলব, আমার জীবনের ওই ৫টা বছর না খুব ভালো কেটেছিল। আমার কিছু ভালো ভালো বন্ধু ছিল, আমরা খেতাম, ঘুরে বেড়াতাম, মাকেও নিয়ে যেতাম, তারপর একদিন হঠাৎ সরজিৎ এল…।’