২০২০ সালে একটি সিরিজের প্রযোজনা করেছিলেন মিকা সিং। সেই সিরিজের স্ক্রিপ্ট লিখেছিলেন বিক্রম ভাট। অভিনয়ে দেখা গিয়েছিল করণ গ্রোভার এবং বিপাশা বসুকে। সেই সিরিজে কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। আহত হন করণ, ডাবিংয়ের সময়ও বেশ কিছু সমস্যা হয়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন মিকা সিং।
ডেঞ্জারাস নিয়ে কী জানালেন মিকা?
কড়ক পডকাস্ট শোতে এসেছিলেন মিকা সিং। সেখানেই মিকা সিং জানালেন তিনি প্রথমে এই সিরিজের জন্য বিপাশা বসুকে ভাবেননি। বরং করণ গ্রোভারের বিপরীতে নতুন কাউকে নেবেন ভেবেছিলেন যাতে বাজেট বেশি না বাড়ে। কিন্তু বিপাশা জোরাজুরি করেন যে তিনিও তাঁর স্বামীর সঙ্গে এই কাজটি করতে চান। তখন তাঁকে রাখেন কাস্টে। কিন্তু সিরিজে কাজের অভিজ্ঞতা একেবারেই ভালো ছিল না।
ডেঞ্জারাস সিরিজের শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মিকা সিং জানান সেটার শ্যুটিংয়ে করণ গ্রোভার আহত হন। তাঁর পা ভেঙে যায় একটি স্টান্ট দৃশ্য করতে গিয়ে। এছাড়া ডাবিংয়ের সময়ও কিছু সমস্যা দেখা গিয়েছিল। অভিনেতারা গলা খারাপের বাহানা দিয়েছিলেন। টাকা নিয়ে কাজ করার পরও এই নাটক দেখে মিকা সিং নাকি যারপরনাই অবাক হয়ে যান।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বিপাশা বসু ডেঞ্জারাস নয় কেবল, অ্যালোন ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন। ২০১৫ সালে সেই ছবিতে কাজ করতে গিয়ে তাঁরা একে অন্যের প্রেমে পড়েন এবং ২০১৬ সালে বিয়ে করেন। ২০২২ সালে তাঁদের মেয়ে, দেবীর জন্ম হয়। আপাতত মেয়েকে নিয়েই তাঁদের দুজনের জগৎ।
আরও পড়ুন: আবিরই 'সেরা' দাবি ভুলে উল্টো সুর রানার গলায়! বললেন, 'বক্স অফিসে সবচেয়ে সফল দেবের সিনেমা'