1 মিনিটে পড়ুন Updated: 30 Oct 2023, 07:47 PM ISTSubhasmita Kanji
Nandini Didi: শর্ট টেম্পার্ড, অকারণ গালিগালাজ করার জন্য বেশ দুর্নাম আছে নন্দিনী দিদির। আবারও তাঁকে একটি ভিডিয়োতে তাঁর বাবার উপর চিৎকার করতে দেখা গেল। কিন্তু কী হল আবার তাঁর?
ফের বাবার উপর চিৎকার নন্দিনী দিদির
সোশ্যাল মিডিয়ার দৌলতে নন্দিনী দিদি দারুণ জনপ্রিয়। তিনি তাঁর রান্নার থেকেও বেশি বিখ্যাত তাঁর কাজ কর্মের জন্য। কখনও তাঁকে মাছের নাম ভুলে যেতে দেখা যায়, কখনও আবার ফুড ব্লগারদের সঙ্গে হাসি মজা করতে দেখা যায়, কখনও আবার গ্রাহক বা বাবার উপর আচমকাই মেজাজ হারান। ফলে সবটা মিলিয়ে তিনি এখন বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন যে সোশ্যাল মিডিয়ায় সেটা বলাই যায়। বর্তমানে তো তিনি আবার একটি ছবিতেও কাজ করছেন। কিন্তু ভাবছেন তিনি আবার কী করে বসলেন? তাঁর বাবার উপর মেজাজ হারিয়ে তাঁকে গালমন্দ করলেন এই ভাইরাল দিদি।
কী বলছেন নন্দিনী দিদি?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভীষণই ভাইরাল হয়েছে সেখানে নন্দিনী দিদিকে বলতে শোনা যাচ্ছে, 'একটা গাধার বাচ্চাকে রেখেছ আগুনের সামনে। বাবা ভালো হবে না বলে দিচ্ছি। বাবা, একটা গাধার বাচ্চাকে রেখেছ। সরো ওখান থেকে সরো।'
কিন্তু হয়েছে কী? তাঁদের দোকানের এক কর্মী ভুল করে উনুনে আগুনের তেজ বাড়িয়ে দেন। তাতেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। কড়াইতে থাকা খাবারেও আগুন ধরে যায়।
তখন সবাইকে সেখান থেকে সরিয়ে নন্দিনী নিজে সাড়াশি দিয়ে উনুন থেকে কড়াই নামান। এরপর তার উপর রেগে যান তাঁর বাবা। তিনি কেন আগুনে ওভাবে হাত দিলেন তার জন্য তিনি বকা দিতে গেলে নন্দিনী দিদি উল্টে তাঁকে গাল মন্দ করেন। ভিডিয়োর শেষে তাঁকে নিজেকেই উনুনের আঁচ কমাতে দেখা যায়। যদিও নন্দিনী দিদির এই রুদ্রমূর্তি এই প্রথম নয়। আগেও তাঁকে নানা সময় এই রূপে দেখা গিয়েছে।