আজ ১১ এপ্রিল, জাতীয় পোষ্য দিবস। আর বিশেষ এই দিনে নিজের পোষ্যদের নিয়ে কথা বলেছেন অভিনেতা অমিত সাধ। তাঁর তিনটি পোষ্য আছে, যাদের 'ফোর লেগড পিপল' (four legged people) বলেই ডাকতে পছন্দ করেন অমিত। পোষ্যরা তাঁর জীবনের 'অপরিমেয়' অংশ বলেই জানান অমিত সাধ।
অমিতের কথায়, 'আমি ওদের কুকুর বলে ডাকতে পছন্দ করি না। আমি 'চার পায়ের মানুষ' (four legged people) বলেই ডাকি। ওদের প্রজাতিকে কুকুর বলা হয়। অমিত জানান, ‘ট্যাঙ্গো’ এবং ‘মাইক’ তাঁর দুই পোষা কুকুর ছানা রয়েছে। আর একজন ‘কোকা’ ওদের থেকে বয়সে অনেকটাই বড়।
অমিত জানান, ‘ট্যাঙ্গো হল আলফা, আর তার ভাই মাইক হল একজন জার্মান শেফার্ড। উভয়েরই বয়সই আট মাস। কোকার বয়স এখন বারো বছর। তবে কোকায় খুবই নম্র, প্রেমময় এবং বিনয়ী। ওরা আমার সঙ্গে পাগলামো করে। আমিও ওদের সঙ্গে পাগলামো করি।’
আরও পড়ুন-'এবার ইদে কিছুই হচ্ছে, মন খুবই খারাপ', কারণ জানালেন বাংলাদেশের নুসরাত