রিয়েলিটি শো রোডিজের নতুন সিজনের সেটে বিপত্তি। শ্যুটিং সেটেই অজ্ঞান হয়ে পড়ে যান নেহা ধুপিয়া। তবে তারপরেও নেহা থামতে নারাজ। একটু সুস্থ হয়ে উঠে ফের শ্যুটিং চালিয়ে যান তিনি। জানা যাচ্ছে, শඣ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন নেহা। তাতেই এই বিপত্তি। ✅তবে রোডিজ-এর জনপ্রিয় এই বিচারকের দাবি, কোনও কিছুই থামাতে পারবে না তাঁকে।
নেহা ধুপি💙য়া জানান, ‘এটি একটি ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা ছিল, তবে আমি আবারও ফের নিজের পায়ে দাঁড়াতে পারছি। আমি কাজ নিয়ে আগের মতোই অনুপ্রাণিত ও উৎসাহী। রোডিজ সবসময় সীমাবদ্ধ🥀তা অতিক্রম করার কথা বলে। আর এই শো তাই আমাকেও প্রতিটি বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে। কোনও কিছুই আমাকে থামাতে পারবে না।’
তবে, অভিনཧেত্রী সকলকে আশ্বস্ত করেছেন যে তিনি ফিট, ভালো আছেন এবং রোডিজের একজন গ্যাং লিডার হিসেবে তাঁর যাত্রা চালিয়ে যেতে তিনি প্রস্তুত।