প্রয়াত হিন্দি টেলিভিশনের খ্যতনামা পরিচালক রমেশ গুপ্তা। হিন্দি সিরিয়াল 'পরম্পরা' পরিচালনার জন্য পরিচিতি পেয়েছিলেন। পরিচালকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। রমেশ গুপ্ত পরিচালিত হিন্দি টিভি সিরিয়াল 'পরম্পরা' টেলি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। ১৯৯৩ সালে জি টিভিতে সম্প্র্রচারিত হত এই 'পরম্পরা' সিরিয়ালটি।
'পরম্পরা' সিরিয়ালটি প্রায় ৫ বছর ধরে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল। 'পরম্পরা' সিরিয়ালের মোট ২৬১টি পর্ব দেখানো হয়েছিল। রমেশ গুপ্তা সিরিয়ালের পরিচালক হিসাবে প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন।
পরিচালক রমেশ গুপ্তার মৃত্যুতে 'পরম্পরা'র প্রযোজক মণীশ গোস্বামী বলেন, ‘পরম্পরা-পরিচালক মদন কুমারের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর সিরিয়ালটি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন রমেশ গুপ্তা। তিনি ভীষণই ভালো মানুষ, সফলভাবে সুশৃঙ্খলভাবে সিরিয়ালটি পরিচালনা করেছেন।’
আরও পড়ুন-সলমনের সঙ্গেও তেড়ে ফুঁড়ে কথা! ফের পাল্টিও খেয়ে যান, কশিসের ‘স্পর্ধা’য় কী বলছে নেটপাড়া?
মণীশ গোস্বামী আরও বলেন, ‘রমেশ গুপ্তা সবসময় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ভালোবাসতেন। যদি সিরিয়ালের শ্যুটিং টাইম ৯-৬টা পর্যন্ত থাকত, উনি সাড়ে ৪টের মধ্যেই কাজ শেষ করে ফেলতেন। তাঁর সুশৃঙ্খল কাজ সকলকে অবাক করে দিত। তাঁর খুবই সহজ যুক্তি ছিল। উনি বলতেন, কেন গোটা ইউনিটকে অকারণে অপেক্ষা করতে হবে?’
মণীশ গোস্বামী জানান, পরিচালক রমেশ গুপ্তার সঙ্গে তাঁর কাজের বাইরে ব্যক্তিগত সম্পর্কও ভালো ছিল। তাঁর কথায়, ‘মিস্টার গুপ্তা প্রতিবছর নববর্ষের দিন ঠিক মনে করে আমায় ফোন করতেন।’
প্রসঙ্গত, রমেশ গুপ্তা পরিচালিত ৯০-এর দশকে এই টিভি শো 'পরম্পরা'-র হাত ধরে হিন্দি টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক নামী তারকারা উঠে এসেছেন। এই সিরিয়ালে অভিনয় করতেন বর্তমানে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা, অভিনেতা অনিল ধাওয়ান, মোহন ভান্ডারি, রিচা, ফিরদৌস দাদি, অশ্বিনী ভাবে এবং প্রভা সিনহা সহ আপও অনেকে। 'পরম্পরা' সিরিয়ালটিকে সেসময় জি-টেলিভিশনের অন্যতম চালক বলে মনে করা হয়।