‘ইন্ডিয়ান আইডল’ দিয়ে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। গত বছর অগস্ট মাসে বিজেতার ট্রফি হাতে তুলে নেন তিনি। এরপর একের পর এক শো, রেকর্ডিংস করে ভক্ত মনে জায়গা করে নিয়েছেন🐭 উত্তরাখণ্ডের এই ছেলে। তবে কাজের জন্য যেমন খবরে থেকেছেন, তেমনই চর্চায় পবনদীপের ব্যক্তিগত জীবন। বিশেষ করে অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে সম্পর্ক।
অরুণিতা আর পবনদীপের সম্পর্কের গুঞ্জন শুরু হꦚয় ‘ইন্ডিয়ান আইডল’ থেকেই। এখন দু'জনেই ‘সুপ♒ার সিঙ্গার সিজন ২’-র মেন্টর। সেখানেও বেশ একটা লাভ অ্যাঙ্গেল তৈরি হয়েছে। যদিও একে-অপরকে ‘ভালো বন্ধু’ই বলে থাকেন তাঁরা। তবে তাতে কি আর গুজবের আগুন নেভে। প্রায়ই পবনকে মুখোমুখি হতে হয় ‘কবে বিয়ে করছেন’ প্রশ্নের। এবার দিলেন তিনি জবাব।
Telly Talk-কে দেওয়া এক সাক্ষাৎকারে পবনদীপ জানান, ‘এখন আমার মন নেই বিয়ে করার। যখন আমার মন করবে বিয়ে করার♈ তখন সবাইকে প্রশ্ন করব, ‘কাকে বিয়ে করব’? এখনও কম করে ৭ বছর দেরি আছে বিয়ের। যেমন আমার বোনের বিয়ের কথা সবাই জানতে পেরেছিল, তেমনই। আমিও বিয়ে করলে সবাইকে জানিয়েই করব।’
গত বছর𒉰 অরুণিতা আর পবনদীপের বিয়ের ছবি ভাইরাল হয়েছিল। বর-কনের সাজে দু'জনকে দেখে আনন্দে পাগল হয়েছিল নেটপাড়া। এই প্রসঙ্গে পবনদীপ বলেন, ‘ইয়ার যখন ফোটো বানাচ্ছিলে, তখন একটু ভালোই বানাতে’।