ডাঙ্কি, সালার সহ কোনও কিছুই যেন অ্যানিম্যাল ছবিটির আয়ের গতি কমাতে পারছে না। দুর্দমনীয় ভাবে এগি♓য়ে চলেছে রণবীরের ছবি। ২০২৩ সালের দ্বিতীয় সব থেকে বেশি আয় করা ছবির তকমা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে এটি। শাহরুখের পাঠানকে টপকে জওয়ানের ঠিক পরেই আছে রণবীরের অ্যানিম্যাল। ইতিমধ্যেই এটি ৫৫০ কোটির গণ্ডি টপকে ফেলেছে। মজার বিষয় কী জানেন, ডাঙ্কি, সালারের মতো নতুন ছবি এলেও আচমকাই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অ্যানিম্যাল ছবিটির শোয়ের সংখ্যা।
অ্যানিম্যাল ছবিটির বক্স অফিস
মুক্তির ষষ্ঠꦇ সপ্তাহে ২.৫ কোটির মতো ঝুলিতে যোগ করল রণবীরের ছবি। ফলে অ্যানিম্যালের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৫০ কোটির বেশিতে। এর ঠিক আগেই ৬৪৩ কোটি টাকা নিয়ে প্রথম স্থানে আছে জওয়ান।
আরও পড়ুন: শুধ꧟ু ১২ ফেল নয়, এই সিনেমাগুলিও বক্স অফিসে মুখ থুবড🐼়ে পড়লেও মন জিতেছে ওটিটিতে
সম্প্রতি অ্যানিম্যাল ছবিটির সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেদিন রণবীর সকলের উদ্দেশ্যে জানান, 'আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এখানে এসে অ্যানিম্যালের সাকসেস পার্টি উদযাপন করার জন্য। এটা এমন একটা ছবি যেটা নিয়ে কিছু মানুষের সমস্যা আছে, কিন্তু আমার মনে হয় এই ছ🐷বিটি যা ভালোবাসা, সাফল্য পেয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে যে ছবির জন্য দর্শকদের যে ভালোবাসা আছে সেটার উপর কিছু না।'
অ্যানিম্যাল প্রসঙ্গে
প্রসঙ্গত অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বড় পর্দায়। তারপর এই ছবিটি একাধিক বিতর্ক๊ উসকে দিয়েছে। তবুও সেসব কিছুকেই ছাপিয়ে গিয়েছে ছবিটির ব্যবসা। এখানে রণবীর কাপুর ছাড়াও আছেন ববি দেওল, রশ্মিকা মন্দা🧸না, অনিল কাপুর, তৃপ্তি দিমরি, প্রমুখ।