বুধবার মুম্বইতে আয়োজন করা হয়েছিল স্যাম বাহাদুরের স্পেশাল স্ক্রিনিং। যাতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা। কালো রঙের কাঞ্জিভরম শাড়ি আর তাতে সোনালি পাড়। হাতে বটুয়া ব্যাগ। চুলের খোঁপায় জড়ানো ফুলের মালা। কপালে টিপ। কানে-গলায় ভারী গয়না। অপরূপ সুন্দ๊রী লাগছিল রেখাকে।
তবে রেখা এদিন আরও বিশেষ করে নজর কাড়লেন একটি বিশেষ কারণেꩲ। পাপারাজ্জ𝓡ো অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা গেল স্যাম বাহাদুরের পোস্টারের সামনে ছবির জন্য পোজ দিচ্ছিলেন রেখা। হঠাৎ ঘুরে গিয়ে শ্রদ্ধা জানান এই ছবির আসল হিরো স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ-কে, যার চরিত্রেই অভিনয় করছেন ভিকি কৌশল। আর রেখার এই অভাবনীয় কাণ্ডে বড় খুশি নেটপাড়া। দেশের আসল নায়ককে যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী, তা বাকরুদ্ধ করেছে সকলকে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন জামশেদজি মানেকশ। সেই সময় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল ভারতীয় সেনা। নেতৃত্বে স্যাম বাহাদুর। এখানেই শেষ নয়, ১৯৪৭ 🐎সালে ভারত-পাক যুদ্ধ, ১৯৪৮ সালে হায়দরাবাদ সংকটের সময়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: মাথা থেকে পা সোনায় মোড়া বউ লিনের, বি♌য়ের🐲 ছবিতে মণিপুরের সাবেকি সাজে রণদীপ হুডা, দেখুন বিয়ের ছবি
রেখা ছাড়াও বুধবার স্যাম বাহাদুরের স্ক্রিনিংয়ে এসেছিলে🐲ন ভিকি কৌশলের পরিবার। স্ত্রী ক্যাটরিনা কাইফ, মা-বাবা ও ভাই সানি কৌশল দেখতে আসেন স্যাম বাহাদুর। উপস্থিত ছিলেন বিদ্যা বালন আর করণ জোহরও।
আরও পড়ুন: ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র শুটি🐓ং হওয়া বিলাসবহুল বাংল♛োয় মর্মান্তিক ঘটনা, বেয়াইয়ের হাতে খুন প্রৌঢ়
যদিও ভিকির জীবনের বড় কাঁটা এখন তাঁর স্ত্রী ক্যাটরিনার পℱ্রাক্তন প্রেমিক। স্যাম বাহাদুর মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর, ওই একইদিনে মুক্তি পাচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল, যাতে মুখ্য চরিত্রে আছেন রণবীর কাপুর ও রশ্মিকা মন্দনা। তাই হল দখলের লড়াইটা বেশ ভালোই জমবে।
যদিও এই সংঘর্ষ নিয়ে বেশ পজিটিভ বার্তা দিয়েছেন ভিকি। তাঁকে বলতে শোনা যায়, ‘যখন দুইজন ওপেনিং ব্যাটসম্যান ক্রিজে আসে, একই দলের হয়ে খেলতে, তখন আপনি কখনোই বলবেন না যে দুই ব্যাটসম্যান একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারা একটি দলের হয়ে খেলছে, আমরা য🐲েমন হিন্দি সিনেমꦍার জন্য খেলছি’।