Mtv সম্প্রচারিত রোডিজ বহু মানুষের কাছে একটি নস্টালজিক শো। বছরের পর বছর এই অনুষ্ঠানটি সগর্বে মানুষের মন জয় করে রেখেছে। অনুষ্ঠানের প্যাটার্ন বা বিচারকের মুখ পাল্টে গেলেও অনুষ্ঠানটি ঘিরে ভক্তদের উদ্দীপনা কিন্তু বꦫিন্দুমাত্র কমেনি। তবܫে নতুন বছরে রোডিজের নতুন সিজন শুরু হওয়ার আগেই ঘটে গেলেও বড় দুর্ঘটনা।
সম্প্রতি রোডিজ ২০ সিজনের একটি প্রমো চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন নেহা ধুপিয়া। প্রতিযোগীদের অডিশন নেওয়ার সময় আচমকাই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এই ঘটনায় উপস্থিত সকলেই তৎপর হয়ে ওঠেন। তড়িঘড়ি চি🌟কিৎসককে ডেকে আনেন রণবিজয় সিং।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবে মনোনীত প্রথম ভারতীয় পরিচালক পায়ে꧂ল,বিশেষ দিনে তিনি সাজলেন কীভাবে
আরও পড়ুন: কাটেলাল অ্যান্ড সন্সের জুটি এবার বাস্তবেও স্বামী-স্ত্রী! গোয়ায় বাগদান সারলেন মেঘা▨-সাহি๊ল
শো চলাকালীন এমন একটি ঘটনার কথা জানতে পেরে ভক্তরাꦇ ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। কেন আচমকা এইভাবে অসুস্থ হয়ে পড়লেন, সেই বিষয়টি নিয়েও কৌতুহল প্রকাশ করেছেন নেহার অনুরাগীরা। অনেকে মনে করছেন, অতিরিক্ত পরিশ্রমের ফলেই হয়ত নেহা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে আবার মনে করছেন, কোনও গুড নিউজ হতে পারে।
তবে নেহার এই শারীরিক অসুস্থতার কারণে শো পিছিয়ে যাবে কিনা তা এখনও জꦺানানো হয়নি চ্যানেলের তরফ থেকে। এই সিজন নিয়ে সকলে ভীষণ উত্তেজিꦺত ছিলেন কারণ বহুদিন বাদে এই সিজনে দেখা যাবে নেহা ধুপিয়া এবং রণবিজয় সিংকে।
আরও পড়ুন: সোহমের সঙ্গে প্রেমেরꦰ জল্পনা খারিজ! শোলাঙ্কি বললেন, 'আমি পুরোপুরি সিঙ্গল'
প্রসঙ্গত, নেহা ধুপিয়ার শারীরিক অবস্থার কথা এবং শো সম্পর্কে সমস্ত আ💫পডেট জানার জন্য দর্শকদের রোডিজের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই সমস্ত আপডেট দেওয়া সম্ভব হ🙈বে চ্যানেলের তরফ থেকে।
প্রসঙ্গত, ২০১৮ সালেܫ একটি কন্যা সন্তান এবং ২০২১ সালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা। স্বাভাবিকভাবেই কাজ এবং ছেলেমেয়েদের একসাথেই স🐭ামলাতে হয় তাঁকে। অতিরিক্ত স্ট্রেসের ফলে এই অসুস্থতা কিনা সেটা আপডেট এলেই বোঝা যাবে।