'কবীর সিং'-এর মতো নারীবিদ্বেষী (Misogynist) ছবিতে কাজ করে তিনি অনুতপ্ত। এটাই তাঁর জীবনের প্রথম ছবি, যেটা তিনি চিত্রনাট্য 🀅না পড়েই রাজি হয়েছিলেন। ছবির মুক্তির পর তা দেখতে গিয়ে ২০ মিনিটের মধ্যে হল ছেড়ে বের হয়ে যান। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'কবীর সিং'-এ অভিনয় নিয়ে এমনই মন্তব্য করেছেন অভিনেতা আদিল হুসেন। এদিকে আদিলের এমন ༺মন্তব্যের পর তাঁর উপর বেজায় চটলেন পরিচালক সন্দীপ।
শুধু অভিনেতা আদিল হুসেনের উপর চটে যাওয়াই নয়, তাঁর মন্তব্য শেয়ার করে X(পূর্বে টুইটার) হ্যান্ডেলে বিষেদাগার করেছেন সন্দীপ। পরিচালক লেখেন❀, ‘৩০টি আর্ট ফিল্ম করে আপনি ততটাও খ্যাতি পাননি, যখন আপ🦂নি এই ১টা ব্লকবাস্টার ছবি থেকে পেয়েছে। যা নিয়ে আপনার আজ আবার আফসোস হচ্ছে। আপনার লোভ আপনার আবেগের চেয়েও বড়, একটা জেনে আপনাকে কাস্ট করার জন্য আমিও দুঃখ প্রকাশ করছি। আমি ঠিক করেছি AI-অ্যাপের সাহায্য নিয়ে ছবিতে আপনার মুখ বদলে দেব, আপনাকে লজ্জা থেকে রক্ষা করব। এবার ঠিক করে হাসুন।’
আরও পড়ুন-ভিনধর্মে বিয়ে টেকেনি, ২য় বিয়ের আগে কালীঘাটে 🦩আশীর্ব🌼াদ নিতে পৌঁছলেন রূপাঞ্জনা
সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'কবী🌊র সিং' মুক্তি পেয়ে꧂ছিল ২০১৯ এ। সেখানে একটা ছোট চরিত্রে অভিনয় করেছিলেন আদিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিল মন্তব্য করেন, সেই ছবিতে অভিনয়ের জন্য তিনি অনুতপ্ত এবং বিব্রত ছিলেন।
ঠিক কী বলেছেন আদিল?
সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় ‘কবীর সিং’ ছবি নিয়ে মুখ খোলেন আদিল হুসেন। আদিল জানান, তিনি এই ছবি নিয়ে আগ্রহী ছিলেন না। তিনি তাঁর এজেন্টকে বলেছিলেন প্রযোজনা সংস্থার কাছে মোটা অঙ্কের পারিশ্রমিক চাইতে। যাতে তাঁরা নিজেরাই তাঁকে প্রত্যাখ্যান করে। তবে প্রযোজনা সংস্থা তাতেও রাজি হয়ে যায়। আর তাই শেষপর্যন্ত তিনিও সিনেমাটিতে হ্যাঁ ꦉবলার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাও আবার চিত্রনাট্য না পড়েই। তিনি বলেন যে দৃশ্যের জন্য তিনি শুটিং করেছিলেন তা যথেষ্ট ভাল বলেই মনে হয়েছিল। তবে ছবি মুক্তির পর তꦬিনি যখন ছবিটি দেখেন, তখন ২০ মিনিটও বসে থাকতে পারেননি।'
আদিলের কথায়, ‘আমি মনে করি, এই ধরনের ছবি এমন কিছু উদযাপন করে, যা সমাজের জন্য কল্যাণকর নয়। 💜এতে পুরুষের নারীবিদ্বেষকে বৈধতা দেওয়া হয়। এটা কারও বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেয়। তারজন্য মহিলা হতে হবে না। এটা নিয়ে গৌর🃏বান্বিত হওয়া উচিত নয়। আদিলের কথায়, ’আমি এই ছবির অংশ হওয়ার জন্য বিব্রত বোধ করি। আশা করি আমার স্ত্রী এটা দেখবেন না, কারণ তিনিও এটা অনুমোদন করবেন না।'
আদিল হুসেনর এই মন্তব্যের পরই তাঁর উপর বেজায় চটে যান ছবি💛র পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রসঙ্গত, তাঁর পরিচালনায় ‘কবীর সিং’ এবং 'অ্যানিম্যাল', দুটি ছবিই ব্ল꧒কবাস্টার হওয়া সত্ত্বেও এই দুটির বিরুদ্ধেই নারীবিদ্বেষের অভিযোগ তুলেছেন সিনেমাপ্রেমীদের একাংশ।