তাঁর অভিনয় কেরিয়ার ২০২৪ সালটি সাফ🍌ল্যে ভরা। চর্চা হচ্ছে বিক্রান্ত মাসে অভিনীত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য সবরমতী রিপোর্ট' ছবিটি নিয়েও। তবে এসবের মাঝেই রবিবার রাতে হঠাৎ করে অভিনয় ছাড়ার কথা ঘোষণা করে বসলেন বিক্রান্ত। তাতেই হতবাক বিনোদন দুনিয়া ও বিক্রান্তের অনুরাগীরা। তাঁর এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। অনেক🅰েই যেমন তাঁকে শুভকামনা জানিয়েছেন। আবার অনেকেই তাঁর এমন সিদ্ধান্তের পিছনে আসল কারণ জানতে আগ্রহী।
বিক্রান্ত মাসের এই অপ্রত্যাশিত অবসর ঘোষণা নিয়ে মুখ খুলে𒊎ছেন পরিচালক সঞ্জয় গুপ্তা, অপূর্ব আসরানি সহ আরও অনেকেই। এক্ষেত্রে বিক্রান্তকে পূর্ণ সমর্থন করেছেন সঞ্জয়, তিনি অবশ্য বিক্রান্তের এই সিদ্ধান্তকে বিরতি হিসাবেই দেখতে না, অবসর নয়।
সঞ্জয় গুপ্তা- বিক্রান্ত মাসে
পরিচালক সঞ্জয় গুপ্তা বিক্রান্তের এই অবসর নেওয়ার সঙ্গে হনসল মেহতার একদা ইন্ডাস্ট্রি ছাড়ার কথা ঘোষণার সঙ্গে তুলনা করেছেন। সঞ্জয় তাঁর X (পূর্বের টুইটার)এ লিখেছেন, ২০০৮ সালে হনসল মেহতা ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে, মুম্বই ছেড়ে চলে যান। পরিবারের সঙ্গে তিনি লোনাভালার মালাওয়ালি নামে একটা ছোট্ট গ্রামে থাকতে শুরু করেন। সেসময় তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন। এরপর ২০১২ সালে তিনি ফের ফিরে এসে ‘শাহিদ’ছবিটি বানিয়েছিলেন, যেটা তাঁর কেরি🌜য়ারের অন্যতম সেরা ছবি ছিল। এর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার ক্যারিয়ারের সেরা করে ফিরে এসেছিলেন এবং আর পিছনে ফিরে তাকাননি।
আরও দুটি ট🥃ুইটে সঞ্জয় গুপ্তা লেখেন, ‘আপনি কি বুঝতে পারছেন যে এটা করতে কতটা সাহস লাগ🅺ে? ওঁর একটা পরিবার আছে, তাঁদের দেখাশোনা করার জন্য সমস্ত কিছু থেকে দূরে চলে যাওয়া এবং আর কখনও ফেরার সম্ভাবনা না থাকা সত্ত্বেও এটা থেকে দূরে চলে যাওয়া? এর জন্য সাহস, দৃঢ়তা আর কী পরিমান বিশ্বাস লাগে! এক অর্থে বিক্রান্ত ম্যাসেও সেই একই কাজ করছেন (হনসল মেহতার মতো)।’
সঞ্জয় গুপ্তার কথায়, প্রতিযোগিতা, নিরাপত্তাহীনতা, ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতার এই সময়ে একজন অভিনেতার খানিক ಌবিরতি লাগে, বাবা, স্বামী এবং পুত্র হিসাবে নিজের কর্তব্যগুলিতে মনোনিবেಌশ করার জন্য সাহস লাগে। তার প্রশংসা করা উচিত, সমালোচনা করা উচিত নয়।'

বিক্রান্তে🔜র সিদ্ধান্তকে সমর্থন করে🏅ছেন অভিনেত্রী দিয়া মির্জাও।
তবে বিক্রান্তের অভিনয় ছꦿাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বেচ্ছায় নাকি এটা অন্য🎉 কোনও কিছুর ফল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক অপূর্ব আসরানি। এমনকি তিনি তাঁর বিক্রান্ত অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট' ছবিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত এই ছবিটি ২০০২ সালে গুজরাটের গোধরা ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার উপর ভিত্তি করে নির্মিত।
অপূর্বর কথায়, ‘দ্য সবরমতী রিপোর্ট ছবিতে কাজ করেই সবথেকে বড় ভুল করেছেন বিক্রান্ত। তার উপর তিনি প্রকাশ্যেই বর্তমান সরকার সমর্থন করে মারাত্মক ভুল করেছেন। উনি ভুলে গেছেন যে এতবড় প্ল্যাটফর্ম, প্রযোজকরা, মিডিয়া এবং পুরস্কারগুলি উদারপন্থী। যাঁরা এখন আর তাঁর প্রতিভাকে প্রাপ্য দেবে না। জেগে ওঠো নয়তো নিজেকে ভাঙো বিক্রান্ত 🦂মাসে।’
অর্থাৎ পরিচালক অপূর্ব আসরানি মনে করছেন, নিজের ব্যক্তিগত মতামতের জন্যই বিক্রান্তকে ‘বাতিল’ করা🧸 হচ্ছে।&nbsཧp;
বিক্রান্ত মাসে
রবিবার মধ্যরাতে বিক্রান্ত মাসে লেখেন, ২০২৫ সালের (আগের সমস্ত চুক্তির কাজ শেষে) পর তিনি আর অভিনয় করবেন না। বিক্রান্ত লেখেন, ‘গত কয়েক বছর তাঁর অসাধারণ কেটেছে। আপনাদের প্রত্যেকের অদম্য সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। যত এগোচ্ছি, ততই বুঝতে পারছি নতুন করে বাড়ি ফেরার সময় এসেছে। স্বামী হিসেবে, পিতা হিসেবে, পুত্র হিসেবে এবং অভিনেতা হিসেব🦋েও।’
শেষবার বিক্রানꦯ্ত মাসেকে দ্য সবরমতী রিপোর্ট ছবিতে দেখা গিয়েছে। এছাড়াও বর্তমানে আরও দুটি ছবির শুটিং করছেন অভিনেতা। আর তাই সবশেষে তিনি লিখেছেন, ‘আগামী ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। যতক্ষ❀ণ না সময় সঠিক মনে করে। শেষ দুটো সিনেমা আর বহু বছরের স্মৃতি। আপনাদের আবারও ধন্যবাদ। সবকিছুর জন্য এবং এর মাঝের সবকিছুর জন্য।’ তবে বিক্রান্তের এই সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই। অনেকেরই প্রশ্ন বিক্রান্ত কি চিরকালের জন্য অবসর নিচছেন নাকি সাময়িক বিরতি?