তাঁর অভিনয় কেরিয়ার ২০২৪ সালটি সাফল্যে ভরা। চর্চা হচ্ছে বিক্রান্ত মাসে অভিনীত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য সবরম꧋তী রিপোর্ট' ছবিটি নিয়েও। তবে এসবের মাঝেই রবিবার রাতে হঠাৎ করে অভিনয় ছাড়ার কথা ঘোষণা করে বসলেন বিক্রান্ত। তাতেই হতবাক বিনোদন দুনিয়া ও বিক্রান্তের অনুরাগীরা। তাঁর এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। অনেকেই যেমন তাঁকে শুভকামনা জানিয়েছেন। আবার অনেকেই তাঁর এমন সিদ্ধান্তের পিছনে আসল কারণ জানতে আগ্রহী।
বিক্রান্ত মাসের এই অপ্রত্যাশিত অবসর ঘোষণা নিয়ে মুখ খুলেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা, অপূর্ব আসরানি সহ আরও অনেকেই। এক🧔্ষেত্রে বিক্রান্তকে পূর্ণ সমর্থন করেছেন সঞ্জয়, তিনি অবশ্য বিক্রান্♋তের এই সিদ্ধান্তকে বিরতি হিসাবেই দেখতে না, অবসর নয়।
সঞ্জয় গুপ্তা- বিক্রান্ত মাসে
পরিচালক সঞ্জ♍য় গুপ্তা বিক্রান্তের এই অবসর নেওয়ার সঙ্গে হনসল মেহতার একদা ইন্ডাস্ট্রি ছাড়ার কথা ঘোষণার সঙ্গে তুলনা করেছেন। সঞ্জয় তাঁর X (পূর্বের টুইটার)এ লিখেছেন, ২০০৮ সালে হনসল মেহতা ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে, মুম্বই ছেড়ে চলে যান। পরিবারের সঙ্গে তিনি লোনাভালার মালাওয়ালি নামে একটা ছোট্ট গ্রামে থাকতে শুরু করেন। সেসময় তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন। এরপর ২০১২ সালে তিনি ফের ফিরে এসে ‘শাহিদ’ছবিটি বানিয়েছিলেন, যেটা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি ছিল। এর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার ক্যারিয়ারের সেরা করে ফিরে এসেছিলেন এবং আর পিছনে ফিরে তাকাননি।
আরও দু♚টি টুইটে সঞ্জয় গুপ্তা লেখেন, ‘আপনি কি বুঝতে পারছেন যে এটা করতে কতটা সাহস লাগে? ওঁর একটা পরিবার আছে, তাঁদের দেখাশোনা করার জন্য সমস্ত কিছু থেকে দূরে চলে যাওয়া এবং আর কখনও ফেরার সম্ভাবনা না থাকা সত্ত্বেও এটা থেকে দূরে চলে যাওয়া? এর জন্য সাহস, দৃঢ়তা আর কী পরিমান বিশ্বাস লাগে! এক অর্থে বিক্রান্ত ম্যাসেও সেই একই কাজ করছেন (হনসল মেহতার মতো)।’
সঞ্জয় গুপ্তার কথায়, প্রতিযোগিতা, নিরাপত্তাহীনতা, ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতার এই সময়ে একজন অভিনেতার খানিক বিরতি লাগে, বাবা, স্বামী এবং পুত্র হিসাবে নিজের কর্তব্যগুꦉলিতে মনোনিবেশ করার জন্য সাহস লাগে। তার প্রশংসা করা উচ🐈িত, সমালোচনা করা উচিত নয়।'