Shraddha Kapoor: ৪কোটির ল্যাম্বরগিনি কিনে ইসকনে গিয়ে পুজো করালেন, ট্রোলিংয়ের মুখে শ্রদ্ধা
1 মিনিটে পড়ুন Updated: 25 Oct 2023, 04:37 PM IST৪ কোটির ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা গাড়িটি চালানোর আগে, সেটি পুজো করাতে মুম্বইয়ের ইসকন মন্দিরে যান শ্রদ্ধা কাপুর। তারই নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। শ্রদ্ধা ইসকনের এক সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে নিজের গাড়িটি পুজো করান। তারপর সেই গাড়ির চালকের আসনে নিজেই বসেন।
শ্রদ্ধা কাপুরের ল্যাম্বরগিনি