বাংলা নিউজ > বায়োস্কোপ > Vikrant Massey: শরীরে ছেলের নাম ও জন্মতারিখ খোদাই করলেন ‘12th Fail’ বিক্রান্ত মাসে
বিয়ের ২ বছরের মাথায় সুখবরটা শুনিয়েছেন ‘টুয়েলফথ ফেল’-এর নায়ক বিক্রান্ত মাসে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিক্রান্ত ও তাঁর স্ত্রী শীতলের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। বিক্রান্ত তাঁর ছেলেন নাম রেখেছেন 'বরদান'। এখবর আগেই জানিয়েছিলেন অভিনেতা। এবার ছেলের নাম চিরস্থায়ী করে নিজের শরীরে খোদাই করে নিলেন বিক্রান্ত মাসে।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। নিজের বাহুতে 'বরদান' নামটি আর ছেলের জন্মতারিখ খোদাই করে নিয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসে। তারই এক টুকরো ছবি নিজের ইনস্টাস্টোরির মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন-বর্ধমানের ৪০০ বছরের পুরনো বাড়িতে শ্যুটিং করলেন বলিউডের কাজল, মন্দিরে পুজো দিলেন রণিত রায়