২০১৯ সালꦅে হৃতিক রোশন এবং টাইগার শ্রফের ‘ওয়ার’ মুক্তি পায়, যা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। তবে দ্বিতীয় পর্বে টাইগার না থাকার কথা ঘোষণা হওয়ায় প্রথমে কিছুটা ভেঙে পড়েছিলেন দর্শকরা। কিন্তু টাইগারের পরিবর্তে 🌃জুনিয়র এনটিআরকে দেখে যারপরনাই খুশি হয়েছেন সিনেপ্রেমীরা।
আরও পড়ুন: 'আমার বাকি ৯, বোনের ১০...',শ্যুটিংয়ে ফাঁকে মহাকাল দর্শꩵনে স্বস্তিকা
আরও পড়ুন: হাঁটুর বয়সী নায়িকাকে চুমু কমল হাসানে♔র, ‘ঠগ লাইফ’-এর ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শকরা
‘ওয়ার ২’ ছবির কাস্টিং ছাড়া এতদিন আর কিছুই ঘোষণা করা হয়নি। তবে গত সপ্তাহে হৃতিক বলেছিলেন, ২০ তারিখ এমন কিছু আসবে যা চমকে দেবে মানুষকে। ওই একই দ🐼িনে জুনিয়র এনটিআর-এর জন্মদিন হওয়ার কারণে দর্শকরা বুঝেছিলেন, ওয়ার ছবি নিয়ে কোনও ঘোষণা হতে পারে ২০ তারিখ। সমস্ত জল্পনা কল্পনাকে সত্যি করে অবশেষে ২০ মে মুক্তি পেল ছবির টিজার।
নিজের কথা রেখেছেন হৃতিক। ২০ তারিখ সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার মুক্তির ঘোষণা করে তিনি লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হল। ঝড🤪় আ🍎সতে চলেছে। ওয়ার ২ টিজার মুক্তি পেল। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় হিন্দি তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।’
ছবির টিজার প্রসঙ্গে
টিজার শুরু হতেই দেখা যায় জুনিয়ার এনটিআꩵর-এর গ্র্যান্ড এন্ট্রি। তারপরেই প্রতিপক্ষ হৃতিককে দেখতে পাওয়া যায় মারমুখী স্টাইলে। তবে এই দুই অভিনেতা কোন কারণে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন, সেটা বোঝা যায়নি। টিজারের অন্যতম আকর্ষণ ছিলেন কিয়𒀰ারা।
বর্তমানে অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলেও এই ছবিতে তাঁর নির্মেদ শরীর এবং বিকিনি লুক দেখে আরও একবার তাঁর প্রেমে পড়ꦓেছেন ভক্তরা। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই অ্যাকশন স্পাই থ্রিলার মানুষের মন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত।
আরও পড়ুন: ফের মহামারী 𝓡আতঙ্কে গোটা দেশ! করো🍸নায় আক্রান্ত শিল্পা শিরোদকর, কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিমানে নয়, দিল্লি 🧸থেকে ট্রেনে কলকাতায় আসেন শাহরুখ, ভাইরাল ৩৫ বছরের পুরনো ছবি
তবে এই সিনেমায় জুনিয়র এনটিআর খলনায়ক না নায়ক, নাকি উভয়ই, সেটা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হ♔বে সকলকে। টিজার মুক্তির পাশাপাশি ছবির ঘোষণাও করে দেওয়া হয়েছে। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ওয়ার ২’।