অবশেষে দেখা মিলেছে চাঁদের। ইসলামধর্মমত অনুসারে রবিবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যেতেই সৌদি সহ বিশ্বের বহু মুসলিম দেশে খুশির হাওয়া। ইতিমধ্যেই মুসলিম দেশগুলি ঘোষণা করে দিয়েছে যে, কবে থেকে পালিত হবে রোজা। এদিকে রমজান মাসের ঘোষণা যখন একদিকে করছে বিভিন্ন মুসলিম দেশ, তখন অন্যদিকে, গাজা আজও যুদ্ধে বিধ্বস্ত। রমজান মাস ঘোষণার ঠিক আগের দিন গাজায় রবিবার নতুন করে সংঘাত দেখা গিয়েছে ইজরায়েল ও হাম♕াসের মধ্যে। এদিকে, এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই রমজান মাসের ঘোষণা হতে খুশির হাওয়া আরব দেশগুলিতে। ভারতে রোজা কবে থেকে পালিত হবে দেখে নিন।
২০২৪-এ পবিত্র রমজান মাস শুরু হচ্ছে সোমবার থেকে। রবিবারই এই ঘোষণা করে দিয়েছে সৌদি আরব। রবিবার সৌদিতে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে দেখা মেলে পবিত্র রমজানের চাঁদের। সেখানে সুদাইর নামে একটি অঞ্চলে চাঁদকে দেখা পেতে বিশেষ আয়োজন করা হয়েছিল। চারিদিকে মরুভূমির ওই অঞ্চলে দুপুরের দিকে শুরু হয় ধূলিঝড়। এতে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি🅺 নিয়ে শুরু হয় আশঙ্কা। এদিকে, সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহিতেও ঘোষণা হয়ে গিয়েছে পবিত্র রমজান মাসের। সেখানেও সৌদি আরবেরই মতো ১১ মার্চ থেকে রমজান মাস পালিত হচ্ছে।
ভারতে রমজান মাস কবে থেকে শুরু?
সৌদি, সংযুক্ত আমিরশাহি, কাতারে ১১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হলেও, ভারতে এই রমজান মাস পালিত হবে ১২ মার্চ থেকে। শুধু ভারতই নয়, পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি তাদের ভৌগলিক অবস্থানের জন্য ১২ মার্চ থেকে পালন করতে চলেছে অই পবিত্র রমজান মাস। তবে সবটাই নির্ভর করবে সোমবার মগরিবের চাঁদ দেখার পর। ফলে মঙ্গলবার থেকে রোজা রাখতে চলেছেন দক্ষিণ এশিয়ার এই দেশগুলির ইসলামধর্মাবলম্বীরা। সাধারণত দেখা যায়, আরবে রমজা❀ন মাসের শুরুর একদিন পর থেকে ভারতে শুরু হয় রমজান মাস।
গাজায় যুদ্ধ
এদিকে, মুসলিমদের জন্য পবিত্র মাস রমজান শুরুর মুখেই রবিবার গাজায় ইজরায়েলের সেনা বনাম হামাসের যুদ্ধ নতুন রূপ নেয়। গোটা বিশ্বের মুসলিম দেশগুলি যখন পবিত্র রমজান মাসের ঘোষণার উৎসবে মেতে ওঠে, তখন রবিবার গাজায় ফের বারুদের গন্ধ! খাদ্য সহায়তা সহ একটি স্প্যানিশ দাতব্য জাহাজ সাইপ্রাস থেকে উ🌠পকূলীয় গাজা উপত্যকায় যাত্রা করার জন্য প্রস্তুত, যেখানে জাতিসংঘ বারবার দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে। অনেকেই আশা করছেন সম্ভবত, রমজানের সময়ে গাজায় যুদ্ধবিরতি থাকতে পারে। দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি বাজারে ১.৫ মিলিয়ন উদ্বাস্তু আশ্রয় নিয়েছেন। এদিকে, প্যালিস্তিনীয়রা আশঙ্কা করছেন পবিত্র রমজান মাসে সেখানে খাদ্য সংকট দেখা দিতে পারে যুদ্ধের জেরে অনিশ্চয়তার জন্য।