বাংলাদেশে সদ্য সংখ্যালঘুদের প্রতি হামলার ঘটনায় দিল্লি-ঢাকা সম্পর্কে বেশ কিছুটা প্রভাব পড়েছে। এদিকে, চাপ বাড়তেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস একের পর এক বৈঠকে বসছেন। আজ বৃহস্পতিবার ছিল ধর্মীয় নেতাদের সঙ্গে ইউনুসের বৈঠক। আরꦓ সেই বৈঠকে কী কথা হয়েছে, দেখা যাক।
এদিনের বৈঠকে ইউনুস বার্তা দেন যে, দোষী যেদিক থেকেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। ঘটনা নিয়ে তিনি খোঁজ নিচ্ছেন ও সত্যিটা জানতে চাইছেন বলেও ইউনুস জানান। ঢাকায় এদিন ফরেন সার্ভিস একাডেমিতে মহম্মদ ইউনুসের পৌরহিত্যে এই বৈঠক শুরু হয়। এদিন বিকেলে সাড়ে চারটের দিকে এই বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, কবি ও চিন্তক ফরহাদ মজহার সহ বহু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিম নেতারা যোগ দেন। সেখানে প্রধান উপদেষ্টা ইউনুস বলেন,' আমরা সবাই আলোচনা করব, লক্ষ্যে কোনও গোলমাল নেই।' 'তথ্য প্পবাহ কীভাবে পাব, দোষীকে কীভাবে ধরব, সবাই যাতে সঠিক তথ্যটা পায়' তা নিয়ে আলোচনা হবে বলে শুরুতেই বার্তা দেন ইউনুস। তিনি বলেন,'শুনলাম সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, তাই সবাইকে নিয়ে বসা। … এটা থেকে কীভাবে উদ্ধার করা যায়।' তাঁর সরকার গঠনের আগে বিমানবন্দরে নেমে যে কথা ইউনুস বলেছিলেন, সেই কথা স্মরণ করিয়ে তিনি বৃহস্পতিবার ফের বলেন,' তখনও বলেছিলাম আমরা একটা পরিবার। আমাদের নানান মত, নানান ধর্ম, রীতি থাকবে, কিন্তু আমরা সবাই একটা পরিবারের সদস্য।' সুর চড়িয়ে ইউনুস বলছেন,'আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা প🌺রস্পরের শত্রু নই।' তিনি বলেন, ‘আণরা বাংলাদেশি, আমরা এক পরিবার।’
( Manga🎉l Vakri Jyoti🍸sh: শনিবার বক্রী হতে চলেছেন মঙ্গল…ইচ্ছাপূরণ, প্রমোশনের শুভ যোগ বহু রাশির ভাগ্যে, লাকি কারা?)
এই বৈঠকে ইউনুস বলেন,'শপথ গ্রহণের পর শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে। তখন মনটা খারাপ হয়ে গেল। এরপরই আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, সেখানে বললাম আমরা এক পরিবারের সদস্য। সব দাবি বাদ দিলেও, একটা দাবি পরিষ্কার, আমাদের সকলের সমান বলার, ধর্মেꦍর, কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকে, নাগরিক হিসাবে প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব তা নিশ্চিত করা।' একইসঙ্গে ইউনুস বলেন,' এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমি খোঁজ নিচ্ছি কী হচ্ছে। সবꦇ দিকে দেখলাম.. এটা হচ্ছে না।… ভিতরে গিয়ে দেখতে হবে সত্যিটা কোথায়।'
সুর চড়িয়ে বাংলাদেশের প্রধান মহম্মদ ইউনুস বলেন, ‘সঠিক তথ্য কীভাবে পাব, সেটা আমাদের জানা।’ তিনি এই প্রসঙ্গে বলেন,'কর্তা যা চায়, সেটা বলেꦍ, আসলটা মন খুলে বলতে চায় না। আমরা আসল খবরটা জানতে চাই।'