সরকার পতনের পর সংখ্যালঘুদের উপর অত্যাচার, তার ওপর সীমান্ত ইস্যু নিয়ে সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকী ভারতীয় মৌসম ভবন আইএমডির দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানে পাকিস্তানসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলি যোগ দিলেও আসছে না বাংলাদেশ। এমন পরিস্থিতির মধ্যেও ভারত থেকে প্রচুর পরিমাণে ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: ভারতীয় পেঁয়াজ স্থলপথে ঢুকতেই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ?
জানা গিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১,৩ লক্ষ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। তারপরে ডিজেল কেনার বিষয়টি অনুমোদন করা হয়েছে বলে জানা গিয়েছে। এবছর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই পরিমাণ ডিজেল বাংলাদেশ ভারত থেকে আমদানি করবে। এর জন্য বাংলাদেশের খরচ পড়বে ১,১৩৭ কোটি টাকা।
উল্লেখ্য, এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭.৪ মিলিয়ন মেট্রিক টন। এর মধ্যে ৪.৬ মিলিয়ন টন ডিজেল, যার ৮০% সরাসরি আমদানি করা হয়। বাকি স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। বিপিসি নিয়মিতভাবে এনআরএল থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে আমদানি করছে বাংলাদেশ।এর আগে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল।