একটা দুটো নয়, একেবারে ৮,১২৫টি গলব্লাডার স্টোন পেট থেকে অপারেশন করে বের করলেন চিকিৎসকরা। খবর এএনআইয়ের প্রতিবেদন অনুসারে। এএনআইয়ের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, হরিয়ানার গুরুগ্রামে একটা বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকরা অত্যন্ত সফলভাবে ৮,১২৫টি গলব্লাডার স্টোন পেট থেকে বের করেছেন। ৭০ বছর বয়সি ওই ব্যক্তির তলপেটে ছিল ওই স্টোনগুলি। পেটে প্রচন্ড যন্ত্রণা হত তাঁর। তবে অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেলেন তিনি।
গুরুগ্রামের ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ডিরেক্টর ডাঃ অমিত জাভেদের নেতৃত্বে টিম এই অপারেশন করে। প্রায় ঘণ্টা খানেক ধরে এই অপারেশন চলে। এর জেরে দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন তিনি।
ঘণ্টা খানেক ধরে অপারেশন করা হয়েছে। এরপর দুদিনের মধ্য়ে তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে অপারেশনের পরে সেই পাথর গুনতে বসেছিল সাপোর্ট টিম। শেষ পর্যন্ত দেখা যায় তার পেট থেকে ৮১২৫টি স্টোন বের করা হয়েছে।
ডাঃ অমিত জাভেদের মতে, এই অপারেশন অত্যন্ত বিরল। এই অপারেশনে দেরি হলে সমস্যা বাড়তে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই গলব্লাডারের স্টোন ক্রমশ বাড়তে থাকে। যদি অপারেশনে দেরি হয় তবে বড় বিপদ হতে পারে রোগীর। এর জেরে গলব্লাডারে সংক্রমণ, তলপেটে প্রবল যন্ত্রণা হতে পারে।
চিকিৎসক জানিয়েছেন এই ধরনের পরিস্থিতি থেকে গলব্লাডারে ক্যানসার পর্যন্ত হয়ে যেতে পারে। তবে অপারেশনের পরে রোগী আপাতত ভালো আছেন। মূলত কোলেস্টেরল থেকে এই স্টোন তৈরি হয়। যাদের শরীর অত্যন্ত মোটা তাদের এই ধরনের স্টোনের সমস্যা হতে পারে। সেই সঙ্গেই হাই কোলেস্টেরল খাবার থেকেও সমস্যা হতে পারে।
ওই ব্যক্তির পেটে প্রবল যন্ত্রণা হত। মাঝেমধ্য়েই জ্বর আসত। খিদে চলে গিয়েছিল। শরীর প্রচন্ড দুর্বল লাগত। বুকেও যন্ত্রণা হত।
বিপুল সংখ্য়ক গলব্লাডার স্টোন হয়েছিল পেটের ভেতরে। সেই স্টোন বের করা হয় তলপেট থেকে। আপাতত কিছুটা হলেও স্বস্তিতে ওই বৃদ্ধ।