বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পঞ্জাব মেল। স্থানীয় যুবক এবং রেল কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল ট্রেনে থাকা বহু মানুষের। ট্রেনটি যে লাইনের উপর দিয়ে যাওয়ার কথা ছিল সেই রেললাইনে বড় ফাটল দেখা যায়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জামানিয়া শহরে। হাওড়া-অমৃতসর পঞ্জাব মেলের লাইনে ফাটল দেখা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রেল কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জামানিয়া রেলওয়ে স্টেশনের প্রায় ৩ কিলোমিটার আগে গদাহিন গ্রামের কাছে ফাটল দেখা যায়। রেল লাইন ধরে হাঁটছিলেন এক যুবক। তিনি প্রথমে ওই লাইনে ফাটল দেখতে পান। বিপদ বুঝে দেরি না করে তড়িঘড়ি তিনি বিষয়টি রেলের গ্যাংম্যানকে জানান। এদিকে, ওই রেল লাইন ধরে আসছিল হাওড়া-অমৃতসর পঞ্জাব মেল। ট্রেনের গতিবেগ ভালোই ছিল। পঞ্জাব মেলটি বিহারের বক্সার থেকে জামানিয়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য রেলের গ্যাংম্যান এবং ওই যুবক দুজনে মিলে লাল পতাকা দেখিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। শেষমেষ ট্রেনটি থেমে যায়। ফলে বড়সর কোনও দুর্ঘটনা ঘটেনি।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির কিছুটা অংশ ফাটল অতিক্রম করেছিল। তবে সেই সময় ট্রেনের গতিবেগ খুবই কম ছিল। গতিবেগ বেশি থাকলে সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। পরে ট্রেন থামিয়ে চালক এসে দেখেন লাইনে ফাটল রয়েছে। এরপরেই রেলের আধিকারিকদের খবর দেওয়া হয়। পরে আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে রেল লাইন মেরামত করেন। ফলে ওই লাইনে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। ওই যুবকের নাম নাসিম। রেলের তরফে নাসিম এবং ওই রেলকর্মীকে তাঁদের সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির জন্য বাহবা জানানো হয়েছে। তাঁদের পুরস্কৃত করা হবে বলেও রেল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে।
উল্লেখ্য, একইভাবে রেলের লাইনে ফাটল দেখা দিয়েছিল শিয়ালদা দক্ষিণ শাখায়। ডায়মন্ড হারবার-গুরুদাসনগর স্টেশনের মাঝে ট্রেনলাইনে ফাটল দেখা দিয়েছিল। তা দেখতে পেয়ে কয়েকজন যুবক পরনের জামা খুলে ট্রেন থামিয়ে দিয়েছিলেন। এর ফলে ট্রেনটি থেমে যায়। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন। পরে ফাটল মেরামত হলে ওই লাইনে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup