প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে আর প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে খাদ্য শস্য পাবেন না দেশের ৮০ কোটি নাগরিক। এদিকে এরই মধ্যে খোলা বাজারে গম ও আটার দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই আবহে নতুন বছর শুরুর আগেই সাধারণ মানুষের মাথায় হাত পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই সবের মধ্যেই এবার গম ও আটার দাম নিয়ন্ত্রণ করতে বড় পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল মোদী সরকার।