ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে একমাত্র গোলে হারের পর ভেঙে পড়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থক, ফুটবলার, কোচ সকলেই। অনেকদিন পর ইউরোপ সেরা হওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু টটেনহ্যামের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। আরও লজ্জার বিষয় হল, এই ম্যাচে হেরে যাওয়ায় পরের বছরে আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোনও আসরেই দেখা যাবে না ইউনাইটেডকে, কারণ তাঁরা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগ, কোনটারই যোগ্যতা অর্জন করতে পারলেন না আগামী মরশুমের জন্য।
স্পেনের স্যান মামেস স্টেডিয়ামে টটেনহ্যামের কাছে নতি স্বীকার করার পর কোচ রুবেন আমোরিম আগেই জানিয়েছিলেন, ক্লাব যদি বলে তাহলে তিনি আগামীকালই ইস্তফা দিতে রাজি আছেন। এবার সেই পথেই হাঁটলেন তাঁদের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও। ক্লাবের স্বার্থে তিনিও দল ছাড়তে রাজি বলে জানালেন পর্তুগিজ এই ফুটবলার।
ক্লাবের দরকারে দল ছাড়তে প্রস্তুত ব্রুনো
ম্য়াঞ্চেস্টারের বিজ্ঞাপন বা বিনিয়োগকারীদের তরফে আর আগের মতো অর্থ আসে না। তাই ক্লাবেও টাকার সমস্যা রয়েছে। এই মূহূর্তে ভালো দল গড়তে গেলে অনেকটা টাকার প্রয়োজন। তাই ক্লাবের স্বার্থে ব্রুনো রাজি হয়েছেন অন্য কোনও দলে যোগ দিতে। তিনি বলছেন, ‘আমি সব সময়ই সৎ থাকার চেষ্টা করেছি। আমি আগেও বলেছি, আবারও বলছি। আমি ততদিনই এখানে থাকব, যতদিন ক্লাব আমায় ছেড়ে যেতে বলছে না। আমি ক্লাবের জন্য আরও ভালো কিছু করতে চাই, সুদিন ফেরাতে চাই। কিন্তু ক্লাব যেদিন মনে করবে, আমায় রাখা যাচ্ছে না, সেদিনই আমি দল ছেড়ে চলে যেতে রাজি আছি। আমি সব সময়ই সেই কথা বলেছি। যদি ক্লাবের টাকার দরকার লাগে, আর সেই জন্য আমাকে ছেড়ে দিতে চায়, তাহলেও কোনও অসুবিধা নেই আমার ’।
ইউনাইটেড দলের সেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম ব্রুনো, কিন্তু তিনি ইউরোপা লিগের ফাইনালে নজর কাড়তে ব্যর্থ হন। ম্যাচ হেরে তিনি আরও বলছেন, ‘আমরা আজকের এই ফাইনালটা যে কোনওভাবেই জিততে চেয়েছিলাম। আরও খারাপ লাগছে কারণ আমরা এবারের প্রতিযোগিতায় বেশ ভালো ফুটবল খেলেছি। আজকের দিনটায় আমরা ভালো কিছু করে দেখাতে পারলে, ইউরোপা লিগের ইতিহাসে নাম তুলতে পারতাম। কিন্তু সেটা হল না,ফুটবল এমনই নিষ্ঠুর। আজ সেটা আমাদের মেনে নিতেই হবে ’।
রুবেনেই আস্থা ব্রুনোর
রুবেন আমোরিম দায়িত্ব নেওয়ার পর মাত্র ৬টা লিগ ম্যাচে জিতেছে ইউনাইটেড। সেই নিয়েও ক্যাপ্টেন ব্রুনো বলছেন, ‘আমাদের মনে হয় রুবেনই সঠিক ব্যক্তি এই পদের জন্য। ও অনেক ভালো কাজ করেছে। আমি জানি যে ম্যানেজারের সাফল্য জয় দিয়েই বিচার করা হয়। খেলোয়াড় হিসেবে আমরাও সেটা দেখতে চাই। আমরা জানি সবাই ক্লাবে ভালো পরিবেশ ফেরাতেই চাই। আর সেটার জন্য আমাদের আরও লড়াই করতে হবে। তবে আমার মনে হয় রুবেন কোচ হিসেবে সঠিক ব্যক্তি ’।