বুদ্ধ পূর্ণিমার ঠিক আগে ৮ মের রাতে, পাকিস্তানের তরফ থেকে মুহুর্মুহু ড্রোন বর্ষণ হচ্ছিল সীমান্ত লাগোয়া একের পর এক ভারতীয় এলাকায়। পাকিস্তানের সেদিনের সেই হানার টার্গেট থেকে বাদ পড়েনি পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির। পাকিস্তানের সেদিনের হানা থেকে অমৃতসর সহ স্বর্ণমন্দিরকে রক্ষার রুদ্ধশ্বাস ঘটনা তুলে ধরলেন ভারতীয় সেনার ১৫ ইনফ্যান্ট্রি ডিভিশনের (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল কার্তিক শেশাদ্রি।
কীভাবে নিরাপদে রাখা হয়েছিল স্বর্ণমন্দিরকে?
সেনার তরফে মেজর জেনারেল কার্তিক শেশাদ্রি জানান, যে রাতে অমৃতসরের নানান এলাকা সহ স্বর্ণমন্দিরকে টার্গেট করেছিল পাকিস্তানি সেনা বাহিনী, সেই রাতে স্বর্ণমন্দিরকে রক্ষা করেছে ভারতীয় সেনার ‘এয়ার ডিফেন্স গানার্স’। মেজর জেনারেল বলছেন, ভারতীয় সেনা আগেই আঁচ করেছিল যে, পাকিস্তান, ভারতের সেনা ছাউনি টার্গেট করবে। সঙ্গে নাগরিকদের জবনবসতি, ধর্মীয় স্থান টার্গেট করবে। এমনই একটি জায়গা ছিল স্বর্ণমন্দির। মেজর জেনারেল কার্তিক শেসাদ্রি বলেন,' পাক সেনাবাহিনীর কোনও বৈধ লক্ষ্যবস্তু নেই জেনেও আমরা ধারণা করেছিলাম যে তারা ভারতীয় সামরিক স্থাপনা, ধর্মীয় স্থান সহ অসামরিক লক্ষ্যবস্তুগুলিকে টার্গেট করবে। এর মধ্যে স্বর্ণমন্দির সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। স্বর্ণমন্দিরকে একটি সামগ্রিক এয়ার ডিফেন্সের (আকাশপথ নিরাপত্তার) ছাতায় মুড়ে ফেলার জন্য আমরা অতিরিক্ত আধুনিক আকাশপথ প্রতিরক্ষা সংক্রান্ত সম্পদ একত্রিত করি।' তিনি তুলে ধরেন ৮ মের রাতে, পাকিস্তান, লং রেঞ্জ মিসাইল, ড্রোন সহ আকাশ পথের যুদ্ধাস্ত্র নিয়ে হানা দেয়। মেজর জেনারেল বলছেন,' আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলাম কারণ আমরা এটি আগে থেকেই অনুমান করেছিলাম, এবং আমাদের সাহসী এবং সতর্ক সেনাবাহিনীর আকাশপথ প্রতিরক্ষায় গানার্সরা পাকিস্তান সেনাবাহিনীর ঘৃণ্য পরিকল্পনা ব্যর্থ করে দেয় এবং স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে ধেয়ে আসা সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে। এভাবে আমাদের পবিত্র স্বর্ণমন্দিরে একটি আঁচড়ও লাগাতে দেওয়া হয়নি।'
( পাক বিদেশমন্ত্রী ছুটলেন চিনে, জয়শংকর পা রাখছেন ইউরোপের ৩ তাবড় দেশে! দিল্লির ফোকাসে কী?)
সোমবার সেনার তরফে তুলে ধরা হয়, কীভাবে ভারতের আকাশপথ প্রতিরক্ষার নানান হাতিয়ার কার্যকারিতা দেখিয়েছে, তা নিয়ে। এরমধ্যে ছিল আকাশ মিসাইল, এল ৭০ এয়ার ডিফেন্স বন্দুক। সেনা বলছে, এই সমস্ত হাতিয়ারই পাকিস্তানের হামলার সেই রাতে অমৃতসরের স্বর্ণমন্দিরকে রক্ষা করে। প্রসঙ্গত, 'অপারেশর সিঁদুরের' জবাবে পাকিস্তানের ড্রোন হানা সহ একাধিক আকাশপথের হানাকে ধরাশায়ী করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম।