চিকিৎসা বিভ্রাট ঘিরে আরও এক খবরে তোলপাড় দেশ। এবার কেরলে এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল পায়ে আপারেশনের অভিযোগ উঠল। সেই অভিযোগের জেরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ৬০ বছর বয়সী এক মহিলার পায়ে অপারেশনের সময়, ওই চিকিৎসক বিভ্রাট ঘটান বলে অভিযোগ। যে পায়ে সমস্যা রয়েছে, সেখানে অপারেশন না করে, অন্য পায়ে অপারেশন করেন বলে অভিযোগ।
কেরলের স্বাস্থ্য বিভাগ সম্পর্কে সুখ্যাতি রয়েছে দেশে বিদেশে। সেরাজ্যকে নিপা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করার উদ্যোগের ঘটনা বহু জায়গায় সমাদ্রিত হয়েছে। সেই রাজ্যেই স্বাস্থ্যবিভাগের আওতায় অপারেশনে এমন ঘটনার জেরে কেরল সরকার পদক্ষেপ করেছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ কোঝিকোডের মেডিক্যাল অফিসারকে এই বিষয়ে একটি মেডিক্যাল রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছেন। চিকিৎসক বি শানের বিরুদ্ধে ৩৬৬ ধারায় দায়ের হয়েছে মামলা। জানা গিয়েছে, প্রাথমিক রিপোর্টে জেলা প্রশাসন এই মামলায় রোগীর বক্তব্যরে সমর্থনেই রিপোর্ট দিচ্ছে। চিকিৎসকের বিরুদ্ধে মানুষের জীবন নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে। (গোদের ওপর বিষফোড়া! আর্থিক সংকটে থাকা পাকিস্তানকে এবার হুঁশিয়ারি এফএটিএফ -এর)
জানা গিয়েছে, রোগী সজিনা সুকুমারনের পরিবার তাঁর পায়ের সমস্যা নিয়ে তাঁকে কোঝিকোডের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করে। গত সপ্তাহেই তাঁর বাঁ পায়ে ব্যথা নিয়ে একটি সমস্যা হচ্ছিল। সেই জন্যই চিকিৎসা হয়। বলা হয়, বাঁ পায়ে অপারেশন করতে হবে। তারপরই দেখা যায়, সজিনার অপারেশন কোঝিকোডের ওই হাসপাতালে হলেও তিনি সুস্থ হননি। কারণ অপারেশন তাঁর বাঁ পায়ের জায়গায় হয়েছে ডান পায়ে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে তাঁর পরিবার। রোগীর পরিবারের দাবি, হাসপাতাল প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমন বলার চেষ্টা করে যে, ওই মহিলার ডান পায়েও রয়েছে সমস্যা। পরে তাঁকে ওই হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর পরিবার জানিয়েছে, পুলিশ ছাড়াও তাঁরা দারবস্থ হবে মানবাধিকার কমিশনের। এই ঘটনার ক্ষতিপূরণ যাতে সঠিক মূল্যে পাওয়া যায়, তার জন্য লড়াই করবে পরিবার বলে জানানো হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup