ইডেন গার্ডেন্স থেকে আইপিএল ফাইনাল সরিয়ে দেওয়ার ঘটনায় এবার সরাসরি রাজনীতির গন্ধ খুঁজে পেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আগে কথা ছিল আইপিএলের ফাইনাল হবে ইডেনে। কিন্তু আইপিএল মাঝপথে ভারত-পাকিস্তান অশান্তির জন্য বন্ধ হয়ে যায়। এরপর যখন পুণরায় নয়া সূচি তৈরি করে বিসিসিআই, হঠাৎ করেই আইপিএলের প্লে অফ এবং ফাইনাল ম্যাচ সরিয়ে দেওয়া হয় ইডেন গার্ডেন্স থেকে। অজুহাত দেওয়া হয় নাকি বৃষ্টির। আর সেই নিয়েই এবার বিসিসিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
বৃষ্টির অজুহাত বিসিসিআইয়ের, প্রতিবাদ ক্রীড়ামন্ত্রীর
তাঁর কথায়, ‘বৃষ্টি স্রেফ একটা অজুহাত মাত্র, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। বিসিসিআই আর গভার্নিং কাউন্সিল বলেছে যে বৃষ্টি হতে পারে। সিএবি জানতে চেয়েছিল যে আবহাওয়া কেমন থাকতে পারে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে মে মাসের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। ফের ২৬ মে পরবর্তী সময়ের পূর্বাভাস দেবে আবহাওয়া দফতর। আমরা জানি না কখন আইপিএলের গভার্নিং কাউন্সিলের সদস্যরা আবহাওয়া দফকরের লোক হয়ে গেল। আমাদের এখানে আইপিএলের প্লে অফ আর ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। রাজনৈতিক কারণেই এটা সরিয়ে নিয়ে যাওয়া হল, কেন বাংলার ক্রিকেটপ্রেমিদের বঞ্চনা করা হবে? ’।
রাজ্য সরকারকে একহাত নেন সুকান্ত
একদিন আগেই বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেছিলেন বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যই নাকি ম্যাচ ইডেন থেকে সরিয়ে গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। সেই নিয়েও এদিন পাল্টা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। অরূপ বিশ্বাস বলছেন, ‘বিজেপির রাজ্য সভাপতি বলছেন, ইডেন থেকে ম্যাচ সরানো হয়েছে আইন শৃঙ্খলার কারণে। কিন্তু বিবৃতিতে আইপিএলের তরফে বলা হয়েছে আবহাওয়ার জন্যই হায়দরাবাদ এবং কলকাতা থেকে ম্যাচ সরানো হয়েছে। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করছে, কেন্দ্র টাকা দিচ্ছে না। আরেকদিকে ক্রিকেটপ্রেমীদেরও ব্রাত্য করা হচ্ছে ’।
আমদাবাদে বৃষ্টি হবে না ৩ জুন?…
ইডেনের পরিকাঠামোর কথা মনে করিয়ে ক্রীড়ামন্ত্রী দাবি করেছেন, এবারে আইপিএলের গভার্নিং কাউন্সিল যা করেছে, তা গত ৯৩ বছরেও হয়নি। কারণ ইডেনের নিকাশি ব্যবস্থা অত্যন্ত আধুনিক মানের। আর এবারেও এই ভেনুতে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কোনও সমস্যা ছাড়াই। এরপর তিনি দাবি করেছেন, গত চার বছরের মধ্যে তিন বছরই গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল হওয়ার পিছনে কোনও আবহাওয়ার কারণ নয়, বরং রয়েছে রাজনৈতিক কারণ। জুনের তিন তারিখ আমদাবাদে যে বৃষ্টি হবে না, তার কোনও নিশ্চয়তা আবহাওয়া দফতরে দিতে পারবে কিনা, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
সুকান্ত মজুমদারের অভিযোগ উড়িয়ে দিলেন নগরপাল
এদিকে কলকাতার নগরপাল মনোজ বর্মাও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ উড়িয়ে দেন। তিনি জানান, ‘কলকাতার ইডেন গার্ডেন্সে ৭টা ম্যাচ হয়েছে। প্রায় প্রতি ম্যাচেই ৬০ হাজার করে দর্শক মাঠে এসেছে, খেলা দেখেছে। কোথাও কোনও সমস্যা হয়নি। সিএবির সঙ্গে অনেকবার আমরা বৈঠক করেছি। একমাত্র রামনবমীর দিন সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাতে কিন্তু ম্যাচ অন্য রাজ্যে হয়নি। শুধু দিন পরিবর্তন হয়েছিল। কলকাতার আইন শৃঙ্খলা বরাবরই ভালো, তাই এর পিছনে অন্য কোনও উদ্দেশ্যে রয়েছে বলেই মনে হয় ’।