নয়ডার ৪০ তলা টুইন টাওয়ার। রবিবার বিশেষ বিস্ফো⛄রকের সহায়তায় ভেঙে ফেলা হবে সেই জোড়া টাওয়ার। এবার সেই টাওয়ার ভাঙার আগে বিশেষ নির্দেশ জারি করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ২৮ অগস্ট নয়ডার ওই🐬 টুইন টাওয়ারের চারপাশে কমপক্ষে এক নটিকাল মাইল পর্যন্ত এলাকায় কোনও বিমান চলাচল করবে না। টাওয়ার ভাঙার পরে যে পরিমাণ ধুলো বের হবে সেকারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই নির্দেশ জারি করা হচ্ছে। প্রসঙ্গত এক নটিকাল মাইল মানে প্রায় ১.৮ কিমি এলাকা।
ওই নির্দেশ সম্মতি জানিয়ে উল্লেখ করা হয়েছে,𒁏 টুইন টাওয়ার ভাঙার জন্য় যে ধুলো তৈরি হবে তার জেরে এক নটিকাল মাইল এয়ারস্পেসের মধ্যে কোনও বিমান থাকবে না। নয়ডা অথরিটির অনুরোধে এই সম্মতি দেওয়া হয়েছে।
এই সুপারটেক টুইন টাওয়ার ভাঙতে প্রায় ৯ সেকেন্ড সময় লাগতে পা🦩রে। সেই ট♌াওয়ার ভাঙার সময় ধুলোয় ঢেকে যেতে পারে গোটা এলাকা। তার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিমান চলা♉চলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
এদিকে ২৬ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত সুরক্ষা নিশ্চিত করার জন্যꦛই এই পদক্ষেপ নেওয়া𒀰 হচ্ছে।
২৮ অগস্ট কোনও মানুষ, পশুকে ওই এলাকায় যেতে দেওয়া হবে না। প্🤡রায় ৬০০ পুলিশ আধ��িকারিককে এলাকায় মোতায়েন করা হবে।
কুতুব মিনারের চেয়েও লম্বা এই জোড়া টাওয়ার। Apex, Ceyane towers। ২৮ অগস্ট দুপুর আড়াইটে নাগাদ ভেঙে ফেলা হবে এই জোড়া টাওয়ার। নিয়ম না মেনে এই টাওয়ার করা হয়েছে বলে অভিযোগ। তার জেরেই টাওয়ার ভাঙার নির্দেশ দেয় সুপ্রিম কোর্🧔ট।