'আজ আমরা ইনসাফ পেলাম!' অপারেশন সিঁদুরের পর সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিনিধির মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন পহেলগাঁও হামলা নিহত, কাশ্মীরি যুবক, পেশায় খচ্চরওয়ালা সৈয়দ আদিল হুসেনের বাবা হায়দর শাহ।
২২ এপ্রিলের (২০২৫) সেই দিনটা আর পাঁচটা দিনের থেকে আলাদা কিছুই ছিল না। বরং, আবহাওয়া বেশ মনোরম ছিল। অন্যান্য দিনের মতোই পরিবারের রোজগারের একমাত্র মাধ্যম পোষা খচ্চরটিকে নিয়ে বেরিয়েছিলেন আদিল। নিজের খচ্চরে পর্যটকদের চাপিয়ে পহেলগাঁও ঘোরাতেন তিনি। সেদিনও তেমনটাই করছিলেন। আচমকাই সেখানে নারকীয় হামলা শুরু করে জঙ্গিরা!
সেদিনের সেই হামলার মুখে একমাত্র যে মানুষটি রুখে দাঁড়িয়েছিলেন, তাঁর নাম - সৈয়দ আদিল হুসেন। নিরস্ত্র আদিল এক জঙ্গির হাত থেকে মারণাস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁর এই 'ধৃষ্টতা'র জবাবে সেই জঙ্গি আদিলকেও গুলিতে ঝাঁঝরা করে দেয়। প্রাণ যায় তরতাজা তরুণের।
আজ সেই আদিলের পরিবারের সদস্যরাও সকলেই খুব খুশি। বুধবার (৭ মে, ২০২৫) ভোর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং মূল পাক ভূখণ্ডে অবস্থিত মোট ন'টি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় প্রতিরক্ষাবাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয় - অপারেশন সিঁদুর!
অপারেশন সিঁদুর নিয়ে আদিলের বাবার বক্তব্য:
আদিলের বাবা হায়দর শাহ বলেন, '২৬ জনকে খুন করেছিল ওরা। আজ তারই বদলা নেওয়া হয়েছে। আমরা খুশি। ফৌজিরা এর বদলা নিয়েছেন। সরকার এর বদলা নিয়েছে। আমি খুশি। আমার মোদীর উপর ভরসা ছিল। আজ আমরা ইনসাফ পেলাম!'