নির্দিষ্ট দামের কমে রাশিয়া থেকে তেল কিনবে না ভারত-রিপোর্ট Updated: 13 Mar 2023, 06:46 PM IST Soumick Majumdar মনে করা হচ্ছে, সাম্প্রতিক ২০ দেশের বৈঠকেই এই সিদ্ধান্ত। ভারত সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য G-7 দেশগুলির সঙ্গে একটি বিশদ আলোচনা করেছিল। এক বছরেরও আগে ইউক্রেনে আক্রমণের পর রুশ তেলে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন-মুলুক ও রাশিয়া-বিরোধী ইউরোপ।