সৌদির রাজকুমার মহম্মদ বিন সলমন তাঁর ভারত ও পাকিস্তান সফর শেষ পর্যন্ত বাতিল করে দিলেন বলে খবর। শনিবার সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। তবে এই সফর সূচি নিয়ে সরকারিভাবে আগাম কিছু বলা হয়নি। তবে এই সফর স্থগিত নিয়েও কিছু বলা হয়নি।আগামী ১৪ নভেম্বর তাঁর ভারতে আসার কথা ছিল বলে খবর। জি ২০ সামিটে ইন্দোনেশিয়া যাওয়ার আগে তিনি ভারতে আসতেন। তবে তা বাতিল করা হয়েছে আপাতত। সূত্রের খবর সংক্ষিপ্ত সফরে তিনি ভারতে আসতেন বলে খবর। শক্তি সুরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য আর বিনিয়োগ নিয়ে কথা হতে পারত বলে সূত্রে খবর।তবে এই সফরকে ঘিরে ভারত বা সৌদি আরবের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রকাশ্যেই জানিয়েছিলেন, এই মাসের শেষের দিকে সৌদি নেতা পাকিস্তানে আসতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুসারে ২১ নভেম্বর তিনি দুদেশের সফর শুরু করতে পারেন। ১০ বিলিয়ন ডলারের রিফাইনারি প্রজেক্টের সূচনা তিনি করতে পারেন বলেও পাকিস্তানে কথা হয়েছিল। তবে তিনি আপাতত আসছেন না বলেই খবর। প্রসঙ্গত সৌদি আরব ভারতের অন্য়তম শক্তি সম্পদের যোগানদার বলে গণ্য করা হয়।