Calcutta High Court on Mutation Service Charge: মিউটেশনের জন্য কি পুরসভা সার্ভিস চার্জ নিতে পারে? বড় রায় হাই কোর্টের Updated: 26 Jun 2024, 02:58 PM IST Abhijit Chowdhury বাড়ি এবং ফ্ল্যাটের মিউটেশন করাতে গিয়ে সার্ভিস চার্জের জন্য বিধাননগর পুরসভার থেকে নোটিশ পেয়েছিলেন বেশ কয়েকজন। এই আবহে আরটিআই করা হয়েছিল। আর তারপরই মামলা গড়িয়েছিল কলকাতা হাই কোর্টে। এই আবহে বড় রায় দিল কলকাতা উচ্চ আদালত।