সৌদি আরব, রাশিয়া এবং পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির অন্যান্য সংস্থা (ওপেক) তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের জেরে প্রভাবিত হবে ভারত। এমনই দাবি করলেন আন্তর্জাতিক শক্তি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল। বিরলের দাবি, এই দেশগুলি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের জেরে ভারতের তেল আমদানির ‘বিল’ বাড়তে পারে।