আজ, সোমবার উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই উদ্বোধন করলেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের। চারটি শিল্প পার্কেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরই শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে উত্তরায়নের বিপরীতে তা হতে পারে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা জানান হর্ষ নেওটিয়া। উত্তরবঙ্গের মানুষও যাতে সহজেই দিঘার মন্দির দর্শন করতে পারেন, তার জন্য আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বিপুল পরিমাণ সাফল্যের পর এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে নানা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার উত্তরবঙ্গের নানা শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। ক্ষুদ্র ও কুটির শিল্প ছাড়াও পর্যটন, ফুড প্রসেসিং, চা–শিল্পের উপর বিশেষ করে নজর দেওয়ার বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে আজ মুখ্যমন্ত্রী জানান, কোচবিহারে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে। শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে প্রত্যেকদিন দিঘার উদ্দেশ্যে রওনা দেবে ভলভো বাস। মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের কথাও আমরা ভাবি। তাই এমন উদ্যোগ।’
আরও পড়ুন: উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী, বেতন বকেয়া রেখে বন্ধ মধু চা–বাগান, বেকার ৭৫০ শ্রমিক
অন্যদিকে শিল্প নিয়ে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে সামনে রেখে কয়েকজন শিল্পপতিকে নিয়ে একটি কোর কমিটি করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ শিলিগুড়িতে বিজনেস সামিটের আয়োজন করে রাজ্য সরকার। যেখানে ৮টি জেলা থেকে একাধিক শিল্পপতি ও উদ্যোগপতিরা উপস্থিত হন। কেমন করে উত্তরবঙ্গের শিল্পায়নে আরও বিকাশ ঘটানো যায় সেটা নিয়েই এদিনের বৈঠক হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘শিল্পের জন্য রাজ্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও আছে। ছোট ছোট শিল্পেও অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি।’
তাছাড়া শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই শিল্প সম্মেলনে সকল শিল্পপতিদের কথা শোনেন মুখ্যমন্ত্রী। ছোট–মাঝারি শিল্পের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, ৬টি ভলভো বাস রাজ্য সরকার করে দিয়েছে যাতে সরাসরি দিঘার জগন্নাথ মন্দিরে মানুষজন উত্তরবঙ্গ থেকে যেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘উত্তরবঙ্গের মানুষকে যেন কথায় কথায় যাতে কলকাতায় ছুটে যেতে না হয়, তাই সার্কিট বেঞ্চের উদ্যোগ। আগামী ১২ জুলাই সম্ভবত উদ্বোধন হবে। তবে এটা হাইকোর্ট ঠিক করবে।’ আগামীকাল মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আর বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন।