চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ডিআরএস নিয়ে টিম পেইনের ক্ষোভের কথা এতদিনের সবার জান🅠া। দ্বিতীয় টেস্টে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছেন বলে দাবি জানিয়ে সংবাদমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন অজি দলনায়ক। এবার সিডনিতে মাঠেই রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তাঁকে।
পেইন এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, রীতি🍨মতো গালিগালাজ করতে শোনা যায় তাঁকে। স্টাম্প মাইক্রোফোনে পেইনের কথাবার্তা স্পষ্ট শোনা যায়। মাঠে এমন আচরণের জন্য অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের শাস্তি হতে পারে বলে ম🌜নে করা হচ্ছে।
ন্যাথন লিয়ঁর বলে পূজার🔯ার বিরুদ্ধে ক্যাচের আবেদন জানায় অস্ট্রেলিয়া। বল পূজারার ব্যাটে লাগার পর প্যাডে লেগে শর্টলেগে দাঁড়ানো ম্যাথিউ ওয়েডের হাতে জমা পড়েছে বলে দাবি জানায় অস্ট্রেলিয়া। তবে ফিল্ড আম্পায়ার উইলসন নট-আউট ঘোষণা করেন।
পেইন সঙ্গে সঙ্গে রিভিউয়ের আবেদন জানান। তৃতীয় 💫আম্পায়ার অক্সেনফোর্ড রিপ্লে দেখে আউটের স্বপক্ষে কোনও প্রমাণ খুঁজে পাননি বলে দাবি করেন এবং ফিল্ড আম্পায়ারের নট-আউটের সিদ্ধান্ত বজায় রাখার নির্দেশ দেন🌄।
আল্ট্রা এজের সময় স্নিকোয় হালকা নড়াচড়া ধরা পড়লেও তা বল ব্যাটে লেগেছে বলে প্রমাণ করার পক্ষে যথেষ্ট ছিল না। লেগ সাইডের হটস🍬্পট রিপ্লে দেখার উপায় ছিল না ওয়েড শর্টলেগে ফিল্ডিং করছিলেন বলে। অফসাইডের হটস্পটে ব্যাট ঘোরার পর কোনও ছাপ চোখে পড়েনি𒆙। স্বাভাবিকভাবেই তৃতীয় আম্পায়ার নট-আউট দেন ১৩ রানে ব্যাট করা পূজারাকে।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে পেইন ফিল্ড আম্পায়ারকে ধারাবাহিকতဣা দেখাতে বলেন। আম্পায়ার উইলসন স্পষ্ট জানান যে, এটা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। পেইন তখন দাবি করেন যে, হটস্পটে কিছু একটা নিশ্চিত ধরা পড়েছিল। কথার মাঝেই পেইন বেশ কয়েকবার আপত্তিজনক শব্দ ব্যবহার করেন൩, যা মাইক্রোফোনের দৌলতে স্পষ্ট শোনা যায়। এখন দেখার এমন ব্যবহারের জন্য পেইনের কোনও শাস্তি হয় কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।