জোর ধাক্কা 🌃ভারতীয় শিবিরে। সিডনি টেস্টের তৃতীয় দিনে চোট পাওয় দুই তারকাকে পুরোপুরি সুস্থ অবস্থায় ম্যাচে পাওয়ার সম্ভাবনা নেই।
বিশেষ করে রবীন্দ্র জাদেজার বুড়ো আঙুলের হাড় সরেছে বলে শোনা যাচ্ছে। আঙুল ভাঙার সম্ভাবনাও রয়েছে। চূড়ান্ত রিপোর্ট এখন༺ও সামনে আসেনি। তবে চলতি সিডনি টেস্টে তো বটেই, ব্রিসবেনের চতুর্থ টেস্টেও তাঁকে দলে পাওয়ার সম্ভাবনা কম।
স্বস্তির খবর এই যে, ঋষভ পন্তের কনুইয়ে চিড় ধরা পড়েনি। যন্ত্রণায় থাকলেও প্রয়োজনে শেষ ইনিংসে ভারতের হয়েꦜ ব্যাট করতে নামতে পারেন তিনি। তবে আপাতত উইকেটকিপিং করার সম্ভাবনা নিতান💯্ত ক্ষীণ।
ইনিংসের ৯৯তম ওভারে স্টার্কের চতুর্থ বলে ডিফেন্স করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান জাদেজা। ফিজিও এসে প্রাথমিক শুশ্রুষা করেন। পরে পুনরায় ব্যাটিং শুরু করেন তিনি। শেষমেশ জাদেজা ৩৭ বলে ২৮ রা💯ন করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে জাদেজাই ভারতের হয়ে সেরা বোলিং করেন। তাই তাঁর মাঠে না নামা নিঃসন্দেহে ভারতীয় শিবিরে বড় ধাক্কা।
অন্যদিকে, ইনিংসের ৮৫তম ওভারে কামিন্সের পঞ্চম বল সরাসরি গিয়ে লাগে পন্তের বাঁ-কুনইয়ে। তত্ক্ষণ📖াৎ মাঠে নামতে হয় ফিজিওকে। কিছুটা সমলে উঠে পুনরায় ব্যাট করেন পন্ত। তবে স্বস্তিতে ছিলেন না তিনি। কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে সাজঘরে ফেরেন ঋষভ।
বিসিসিআইয়ের তরফে দুই তারকাকে স্ক্যান করানোর জন্য নি🐟য়ে যাওয়া হ♏য়েছে বলে জানানো হয়। তবে পরবর্তী কোনও আপডেট দেওয়া হয়নি। এখন শোনা যাচ্ছে যে, জাদেজার চোট পন্তের তুলনায় গুরুতর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।