টিম ইন্ডিয়া 🐎আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) নতুন চক্রে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জাতীয় প্রধান নির্বাচক পদের জন্য নতুন করে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। স্টিং অপারেশন কেলেঙ্কারির পর চেতন শর্মার প্রস্থানের চার মাস পার হয়ে গিয়েছে। এত দিন ধরে অন্তর্বতীকালীন চেয়ারম্যান হিসেবে শিব সুন্দর দাস কাজ চালাচ্ছেন।
স্টিংঅপারেশনের ঘটনার পর জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা। একটি ভারতীয় নিউজ চ্যানেল, রোহিত শর্মার টিম ইন্ডিয়া সম্পর্ক প্রাক্তন ক্রিকেটꦡারের একের পর এক বক্তব্যের ভিডিয়ো ফুটেজ শেয়ার করার পরে বিতর্কে জড়িয়েছিলেন চেতন শর্মা। যে কারণে নির্বাচকদের চেয়ারম্যান হিসাবে চেতন শর্মার দ্বিতীয় কার্যকাল দুই মাসেরও কম সময় স্থায়ী হয়েছিল। কারণ তাঁর পদত্যাগ বিসিসিআই সেক্রেটারি জয় শাহ গ্রহণ করেছিলেন বলে জানা গিয়েছিল।
✅আরও পড়ুন: ব্যাজবল থিয়োরি মেনেই লর্ডসে প্রত্যাবর্তন করব- হুমকির সুর ম্যাকালামের গলায়
বুধবার টুইটার হ্যান্ডলের মাধ্যমে বিসিসিআই একটি প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করেছে। যেখানে প্রধান নির্বাচক পদের জন্য আবেদনের মানদণ্ড উল্লেখ করা হয়েছে। পুরুষদের নির্বাচন কমিটির সদস্য যিনি হবেন, তিনি টেস্ট, একদিনের আন্তর্জাতিক, টি-টোয়েন্টি এবং অন্য যে কোনও ফরম্যাটে প্রতিনিধিত্বের জন্য সিনিয়র জাতীয় দল নির্বাচন করবেন। যে প্রার্থী🎐রা এই পদের জন্য আবেদন করতে চান, তাদ🐽ের জন্য কিছু মানদণ্ড দেওয়া হয়েছে। আর সেগুলি হল-
• ন্যূনতম ম্যাচ খেলার অভিজ্ঞতা:
১) সাতটি টেস্ট ম্যাচ, অথবা 🐽২) ত্রিশটি প্রথম শ্রেণীর ম্যাচ, অথবা ৩) ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
• কমপক্ষে ৪ বছর আগে ক্রিকেট থেকে অবꦉসর গ্রহণ করতে হবে।
• কোনও ব্যক্তি যিনি মোট ৫ বছর ধরে কোনও ক্রিকেট কমিটির সদস্য ছিলেন (বিসিসিআইয়ের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং বি✱ধি ও প্রবিধানে সংজ্ঞায়িত করা হয়েছে), এমন কেউ পুরুষদের নির্বাচন কমিটির সদস্য হওয়ার যোগ্য হবেন না।
যারা নিজেদের জীবনপঞ্জি পাঠাবেন, তাদের মধ্যে থেকে যোগ্যতা অনুযায়ী কিছু জীবনপঞ্জি বেছে নেওয়া হবে। এবং সেই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সেখান থেকে প্রধান নির্বাচক বেছে নেবে বিসিসিআই। গত ফেব্রুয়ারি থেকে জাতীয় নির্বাচকের পদ শূন্য রয়েছে। প্রাক্তন ভারতীয় শিব সুন্দর দাস ক্রিকেটার অন্তর্বর্তীকালীন হিসেবে সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটির প্রধান। কমিটিতে সুব্রত বন্দ্যোপাধജ্ಞযায়, সলিল আঙ্কোলা এবং শ্রীধরন শরৎ-এর মতো ব্যক্তিরাও রয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।