সিডনি টেস্টের আগে দীর্ঘতম ফর্ম্যাটে চেতেশ্বর পূজারার সংগ্রহ ছিল ৫৯০৩ রান। সুতরাং, ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁতে পূজারার প্রয়োজন ছিল ৯৭ রান। সিডনির প্রথম ইনিংসে ৫০ রান করে আউট হন চেতেশ্বর। দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি করার পথে তারকা ব্যাটসম্যান টপকে যান ৬ হাজার ট🦩েস্𒁏ট রানের মাইলফলক।
দ্বিতীয় ইনিংসে পূজারা 🉐৭৭ রান করে আউট হন। সুতরাং, সিডনি টেস্টের দুই ইনিংসের পর পূজা🔯রার টেস্ট রান দাঁড়ায় ৬০৩০।
১১ নম্বর ভারকীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের গণ্ডি টপকে যান পূজারা। ব্রিসবেন টেস্টে তিন💧ি গুন্ডাপ্পা বিশ্বনাথকে টপকে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারী ভারতীয়দের তালিকায় ১০ নম্বরে চলে আসতে পারেন। বিশ্বনাথ ৯১টি টেস্টের ১৫৫ ইনিংসে ৪১.৯৩ গড়ে ৬০৮০ রান সংগ্রহ করেছেন। পূজারা ৮০টি টেস্টের ১৩৪ ইনিংসে ৪৭.৮৫ গড়ে ৬ হাজা꧙র রানের গন্ডি পেরিয়ে যান।
ভারতের হয়ে সবথেকে বেশি টেস্ট রান সংগ্রহ ক💦রেছেন সচিন তেন্ডুলকর। ২😼০০ টেস্টে তেন্ডুলকর করেছেন ১৫৯২১ রান। রাহুল দ্রাবিড় ১৬৩ টেস্টে ১৩২৬৫ রান করেছেন। সুনীল গাভাসকর ১২৫ টেস্টে ১০১২২ রান সংগ্রহ করেছেন।
এছাড়া ভিভিএস লক্ষ্মণ ৮৭৮১, বীরে🎀ন্দ্র সেহওয়াগ ৮৫০৩, বিরাট কোহলি ৭৩১৮, সৌরভ গঙ্গোপাধ্যায় ৭২১২, দিলীপ বেঙ্গসরকার ৬৮৬৮ ও মহম্মদ আজহারউ🐈দ্দিন ৬২১৫ রান সংগ্রহ করেছেন টেস্ট কেরিয়ারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।