সদ্য জাতীয় নির্বাচক কমিটির সদস্য নিযুক্ত হয়েছেন আবে কুরুভিল্লা। এখনও কাজ শুরু করেননি। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়াই হ✱বে নতুন নির্বাচকদের প্রথম কাজ। তার আগেই অবশ্য স্বার্থের সংঘাতের অভিযোগ ﷺউঠল টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার নামে।
কুরুভিল্লার নামে রীতিমতো অভিযোগ জমা পড়ল বিসিসিআইয়ের এথিক্স অফিসার প্রাক্তন বিচারপতি ডিকে জৈনের কাছে। অভিযোগ করেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রাক🍒্তন কর্তা 🌊সঞ্জীব গুপ্তা।
একা কুরুভিল্লার নামেই নয়, একই অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বই ক্রিকেট সংস্থার সভ⛎াপতি বিজয় পাটিলের নামেও।
কুরুভিল্লার বিরুদ্ধে অভিযোগ, তিনি জা﷽তীয় নির্বাচক হওয়ার পাশাপাশি🐽 ডিওয়াই পাটিল অ্যাকাডেমির স্পোর্টস ডিরেক্টরের পদ দখল করে রয়েছেন। নিয়ম অনুয়ায়ী কোনও নির্বাচক কোনওভাবেই অন্য কোনও রাজ্য সংস্থা এমন কি কোনও কোচিং সেন্টার বা অ্যাকাডেমির সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না।
কুরুভিল্লা ছাড়াও এবার জাতীয় নির্বাচক♔ কমিটির নতুন সদস্য নিযুক্ত হয়েছেন চেতন শর্মা ও দেবাশিষ মোহান্তি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতার নিরিখে নির্বাচক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন শর্মা। কুরুভিল্লা ভারতের হয়ে ১০টি টেস্ট ও ২🀅৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।