আর ৬ রা🌼ন করলেই সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাইলস্টোন স্পর্শ করার সুযোগ ছিল। কিন্তু তার চেয়ে অনেকটা বেশি রান করলেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। সেই সঙ্গে তারা স্পর্শ করলেন সচিন-সৌরভের অনন্য মাইলস্টোন।
ওডিআই-এর ইতিহাসে ওপেন করতে নেমে চতুর্থ জুটি হিসেবে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। তাঁর꧂া ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১১৪ রানের পার্টনারশিপ করেছেন। যার ফলে রোহিত-শিখর জুটির মোট সংগ্রহ এখন ১১২ ইনিংসে ৫,১০৮ রান
আরও༒ পড়ুন:💙 মাত্র ১১০,ভারতের বিরুদ্ধে ODI-এ সর্বকালের সর্বনিম্ন স্কোর ব্রিটিশদের
ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরেই ভারতের﷽ দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে রোহিত-শিখর স্পর্শ করলেন ৫ হাজার রানের মাইলস্টোন। সৌরভ-সচিন ওপেন করতে নেমে ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান করেছেন। যে রান এখনও পর্যন্ত কোনও ওপেনিং জুটি স্পর্শ করতে পারেনি। রোহিত-শিখরও এখনও অনেকটাই পিছনে রয়েছেন।
আরও পড়ুন: অনবদ্য বুমরাহ, তৃতীয় ভারতীয় হিসেবে গড়লেন বিশেষ🍰 নজির
ভারতের সচিন-সৌরভ এবং রোহিত-শিখর ওপেনিং জুটি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স (১০২ ইনিংসে ৫১৫০ রান) এবং অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেন (১১৪ ইনিংসে ৫৩৭২ রান) জুটির নাম🅠 ওডিআই-এ পাঁচ হাজার রানের তালিಞকায় রয়েছে। চতুর্থ জুটি হিসেবে রোহিত-শিখর এই মাইস্টোন স্পর্শ করলেন।
এ দিন ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে দুরমুশ করার পর রোহিত-শিখর জুটিই ভারতের জয়ের ভিত তৈরি করে দেয়। ভারত অধিনায়ক একাই দায়িত্ব নিয়ে অপরাজি✃ত ৭৬ রান (৫৮) করেন। আর শিখর অপরাজিত থাকেন ৩১ রানে (৬৪ বলে)। ভারত মাত্র ১৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৪ রান করে ফেলে। প্রথম ওডিআই ১০ উইকেটে জিতে ১-০ এগি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।