জাতীয় দলের টি-২০ স্কোয়াডের সতীর্থদের সঙ্গে বিমানে কলকাতার পথে ছিলে😼ন। তাই আইপিএলের মেগা নিলামে যখন তাঁর নাম ওঠে, সরাসরি সম্প্রচার দেখতে পাননি আবেশ খান। বিমানে ছিলেন বলেই আবেশ জানতে পারেননি যে, তাঁকে ১০ কোটি টাকার রেকর্ড অর্থে দলে নিয়েছে লখনউ।๊ পরে কেকেআরের বেঙ্কটেশ আইয়ার প্রথম খবরটা দেন তাঁকে।
তরুণ পেসার হদিশ দিলেন, এমন খবর শোনা মাত্রই তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল। নিজের অনুভূতির ক෴থা লুকিয়ে রাখেননি আবেশ।
Sportskeeda-র সাক্ষাত্কারে আবেশ বলেন, 'নিলামের সময় আমি বিমানে ছিলাম। আশা করছিলাম অন্তত ৭ কোটির মতো দাম উঠবে। তবে বিমা💦নে থাকার জন্যই নিলামের লাইভ টেলিকাস্ট দেখা সম্ভব হয়নি। একটু নার্ভাস ছিলাম। কোন দল নিতে পারে, কত টাকা দাম উঠতে পারে এইসব মনে হচ্ছিল। বিমান থেকে নামার পর যখন শুনলাম ཧলখনউ ১০ কোটি টাকায় দলে নিয়েছে, ৫ সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। পরে সব স্বাভাবিক হয়ে যায়।’
আবেশ আরও বলেন, ‘ইশান কিষাণ ও মহম্মদ সিরাজ বিমানে সারক্ষণ আমাকে জ্বালাতন করছিল। ওরা আলোচনা করছিল, কোন কোন দল আমাকে নিয়ে আগ্রহ দেখাতে পারে, কত দাম উঠতে পারে এইসব। বিমান অবতরণের পর আমার ফোনে ꦛনেটওয়ার্ক আসে। ঠিক তখনই বেঙ্কটেশ আইয়ার আমাকে খবরটা দেয়। বিমানে সবাই আমার জন্য হাততালি দিচ্ছিল। মুহূর্তা স্পেশাল ছিল। নেটওয়ার্ক আসার পর ফোন ও☂ হোয়াটসঅ্যাপ মেসেজ আসতেই থাকে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।