বাংলা নিউজ > বিষয় > Bagha jatin
Bagha jatin
সেরা খবর
সেরা ভিডিয়ো

কথা ছিল ‘জাগো রে বাঘা’ গানটি বাঘা𝓀যতীন হাইস্কুলে মুক্তি পাবে। কিন্তু নিম্নচাপের বৃষ্টির জেরে সেটা বাতিল হয়ে যায়। স্বাভাবিক ভাবেই মন খারাপ হয় পড়ুয়াদের। কিন্তু চলতি সপ্তাহেই সেই স্কুলের ছাত্রদের মুখোমুখি হল টিম ‘বাঘা যতীন’। দেব, সৃজা, সহ অনেকেই উপস্থিত ছিলেন এদিন। ‘বাঘা বাঘা হে’ গানে নাচ করতে দেখা যায় শিশুদের। তাঁদের সঙ্গে এসে যোগ দেন দেব।