বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে বুধের আলাদা মাহাত্ম্য রয়েছে। বুদ্ধি, ব্যবসা, অর্থ, বাণীর কারক হলেন বুধদেব। কর্কট রাশিতে রয়েছে চন্দ্রগ্রহের প্রভাব। এদি💖কে, আবার গ্রহদের রাজকুমারꦓ মনে করা হয় বুধকে। বুধের সামান্য গতিবিধিতে চাঞ্চল্য হলেও একাধিক রাশির জাতক জাতিকা জীবনে প্রভাব পড়ে। রথ যাত্রার আগেই ২০২৫ এ বুধের অবস্থানে রয়েছে বড় পরিবর্তন। তারফলে কোন কোন রাশি লাভ পাবে, দেখে নিন।
কুম্ভ
সূর্যদেবের গোচরে কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন বিপুল লাভ। এই সময় আপনার সুখ, সুবিধা বাড়তে থাকবে। এই সময় কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। কেরিয়ারের দিক থেকে নতুন কোনও সুযোগ আসবে। কেরিয়ারের দিক থেকে আপনার পরিশ্রমের ফল পাবেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন লাভ। মায়ের তরফ থেকে কোনও ধনপ্রাপ্তি হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন🎶, তাঁরা পেতে পারেন চাকরি। এই সময় মায়ের দ্বারা কোনও টাকা পেতে পারেন। 🅺মায়ের স্বাস্থ্য আগের থেকে ভালো হবে।
সিংহ
সূর্যদেব আপনার রাশিতে কর্মভাবে সঞ্চরণ করছেন। আপনার কাজের দিক থেকে এই সময় পেত𝕴ে পারেন লাভ। আপনার উন্নতির রাস্তা আরও প্রশস্ত হতে পারে। আপনার রাশিতে কর্মভাবে সঞ্চরণ করতে চলেছে সিংহ রাশি। আপনার পরিশ্রম ফল দেবে। প্রমোশনের ফলে নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীরা ভালো লᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাভ পেতে পারেন। ব্যবসার বিস্তার হতে পারে। আপনার বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
কর্কট
আপনার আয় আর লাভের স্থানে গোচর হতে চলেছে। ফলে এই সময় তুমুল আয় হতে পারে বলে মত জ্যোতিষ গণনার। আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হতে পারে। আয়ের নতুন নতুন রাস্তা 𝔉তৈরি হতে পারে। ব্যবসায়িক জীবনে আসতে পারে সাফল্য। নতুন লেনদেনে পেতে পারেন লাভ।ꦚ পারিবারিক সুখ শান্তি এবার আসতে পারে। সন্তানের সঙ্গে জড়িত কোনও ভালো খবর পেতে পারেন। বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন।
রথের আগেই বুধের অবস্থানে পরিবর্তন:-
চলতি বছরে রথযাত্রা ২৭ জুন, ২০২৫ সালে হতে চলেছে। আর তার ঠিক আগে, ২২ জুন বুধ প্রবেশ করবেন কর্কটে। ফলে রথযাত্রার আগেই বুধের এই তাবড় পরিবর্তনের ফলে একাধিক রাশির൩ জাতক জাতিকারা লাভ পেয়ে থাকবেন। কাদের ভাগ্যে উন্নতি হতে চলেছে, দেখে নিন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্📖তান টাইমস বাংলা।)